রাজনীতিজাতীয় বেগম খালেদা জিয়ার হাতে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা By নিজস্ব প্রতিবেদক February 9, 20220 ShareTweet 0 বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে ‘ডেমোক্রেসি হিরো অ্যাওয়ার্ড’ তুলে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গিয়ে তিনি খালেদা জিয়ার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। এর আগে দুপুরে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে অ্যাওয়ার্ডের বিষয়টি মির্জা ফখরুল বলেন, কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) কর্তৃক দলীয় চেয়ারপারসনকে ২০১৮ সালে ‘মাদার অব ডেমোক্রেসি’ এবং ২০১৯ সালে ‘ডেমোক্রেসি হিরো’ অ্যাওয়ার্ডে ভূষিত করে। তিনি বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদেরকে জানাতে চাই, দেশনেত্রী খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি তার অসামান্য অবদান এবং তিনি যে এখনও গণতন্ত্রকে রক্ষা করার জন্য কারাবরণ করছেন, অসুস্থাবস্থায় গৃহবন্দি অবস্থায় আছেন, এসব কারণে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গাইনাইজেশন (সিএইচআরআইও) দেশনেত্রীকে মাদার অব ডেমোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান করেছে। কানাডিয়ান হাইকমিশনও এটাকে অ্যান্ড্রোস করেছে।’
বিএনপি স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির তোষণ না করলে দেশ আরো এগিয়ে যেতো : পররাষ্ট্রমন্ত্রী June 23, 2024102 views
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে : ওবায়দুল কাদের June 11, 202489 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231641 views