ই-কমার্সউদ্যোক্তা প্রশিক্ষণউদ্যোক্তা সংগঠন

আনন্দ আয়োজনে ই-কমার্স ইনোভেটর্স অব বাংলাদেশ’র ফ্যামিলি ডে আউট উদযাপিত

1
e1

সম্প্রতি ই-কমার্স ইনোভেটর্স অব বাংলাদেশ (ইসিআইবি) তাদের সদস্যদের জন্য একটি অসাধারণ ফ্যামিলি ডে আউট আয়োজন করে গাজীপুরের একটি রিসোর্টে। এই আয়োজনে ৬০ জন সদস্য উপস্থিত ছিলেন এবং তারা সারাদিন আনন্দ, সম্পর্ক গড়ার এবং নানান একটিভিটিজে অংশগ্রহণ করে বিশেষ স্মৃতি তৈরি করেন।

এই দিনটি ছিলো শুধুমাত্র কাজের চাপ থেকে কিছুটা সময় দূরে থাকার সুযোগ নয়, বরং পরিবারের সদস্যদের সাথে আনন্দের মধ্যে দিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করারও একটি দারুণ সুযোগ। আয়োজনে ছিলো খেলাধুলা, র‍্যাফেল ড্র, সঙ্গীতানুষ্ঠান এবং আরও নানা ধরণের মজাদার একটিভিটিজ, যা পুরো দিনটিকে আরো বিশেষ করে তুলেছিলো।

অনুষ্ঠানের মধ্যে প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তাদেরকে বিশেষভাবে সম্মাননা জানানো হয় ক্রেস্ট প্রদান করে। এছাড়া, গিফট এবং লোগো স্পনসরদেরও সম্মান জানানো হয়, যারা এই আয়োজনকে সফল করতে সহায়তা করেছেন।

এই ফ্যামিলি ডে আউটের মাধ্যমে ইসিআইবি এর সদস্যরা নিজেদের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করেছেন এবং একে অপরের সাথে আরও ভালোভাবে পরিচিত হয়েছেন। এছাড়া, এটি ছিলো এক মনোরম পরিবেশে প্রফেশনাল এবং ব্যক্তিগত জীবনের একটি সুন্দর সমন্বয়। সকলেই দিনটি উপভোগ করেছেন এবং নিজেদের শেয়ার করা আনন্দের মধ্যে শক্তিশালী যোগাযোগ স্থাপন করতে পেরেছেন।

অনুষ্ঠান শেষে, ইসিআইবি এর সদস্যরা একে অপরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সমাপ্তি টানেন। ইসিআইবি এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে এবং ভবিষ্যতে আরও অনেক সফল আয়োজনের প্রত্যাশা প্রকাশ করা হয়েছে।

ইসিআইবি এমন আরও অনেক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে এবং একে অপরকে সমর্থন দিয়ে একসাথে এগিয়ে যেতে সচেষ্ট থাকবে।

উজা/মাসুদুজ্জামান রাসেল

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

Previous article

ত্বকের যত্ন নেবে ব্রাশ! কেন এটি ব্যবহার করবেন?

Next article

You may also like

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *