স্বাস্থ্য

চোখেও হয় স্ট্রোক! সাবধান না হলে হারাতে পারেন দৃষ্টিশক্তি

1
eye strock

চোখ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। দৃষ্টিশক্তি ছাড়া আপনি অচল। তাই সব অঙ্গের মতো চোখেরও যত্ন নেওয়া ভীষণ প্রয়োজন। চোখেও স্ট্রোক হয়, কখনও শুনেছেন? ব্রেন স্ট্রোক, হার্টে স্ট্রোকের কথা কমবেশি সকলেরই জানা। কিন্তু, চোখেও যে স্ট্রোক হতে পারে তা কজনই বা জানেন। জানলে হয়তো আরও বেশি করে যত্ন নিতেন চোখের।

শরীরে প্রয়োজনীয় পুষ্টি, ও অক্সিজেন বহনকারী নালীগুলি যখন বন্ধ হয়ে যায়, তখনই ঘটে এই বিপদ। কেড়ে নিতে পারে সারা জীবনের জন্য চোখের দৃষ্টি। কিন্তু কিছু ভুলের কারণে আপনার চোখেও স্ট্রোক হতে পারে। কেন জানেন?

রেটিনা হলো চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমরা যা কিছু দেখি সব এই রেটিনার মাধ্যমেই। যখন এই রেটিনার শিরাগুলি ব্লক হয়ে যায় তখনই হয়ে থাকে চোখে স্ট্রোক। অনেকে মনে করেন স্ট্রোক শুধু ব্রেন বা হার্টে হয়। চিকিৎসকেরা বলছেন, ব্রেন বা হার্ট স্ট্রোকের মতোই চোখের স্ট্রোকও সমানভাবে ঝুঁকিপূর্ণ। চোখের স্ট্রোক ইঙ্গিত দেয়, আপনার আরও কোনও বড় স্ট্রোকের ঝুঁকি থাকতে পারে।

আসলে চোখের রেটিনার সঙ্গে সরাসরি যোগ রয়েছে মস্তিষ্কের। তাই রেটিনার মধ্যে হঠাৎ করে যদি রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায় তাহলেই ঘটে যেতে পারে বড় বিপদ। এই অবস্থায়, কিছু সতর্কতা অবলম্বন করলে চোখের শিরার ক্ষতি ও দৃষ্টিশক্তি হারানোর মতো বিপদের ঝুঁকি কমতে পারে।

আরও পড়ুনঃ সুবিধা বঞ্চিত মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দিয়ে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব

বেশিরভাগ ক্ষেত্রে চোখের স্ট্রোক হয় একটি মাত্র চোখে, বিশেষজ্ঞদের মতে এমনটিই জানা যায়। তবে, সময়মতো রোগ নির্ণয় করতে না পারলে দু’চোখেরই দৃষ্টি হারাতে পারে।

কেন হয় চোখে স্ট্রোক?

বিশেষজ্ঞদের মতে, আমাদের চোখে আছে অসংখ্য রক্তবাহীনালী। এই সকল রক্তনালীগুলিতে প্রয়োজনীয় পুষ্টি ও অক্সিজেন সরবরাহ না হলে সেগুলিতে দেখা দেয় ব্লকেজ। আর তখনই ঘটে যায় স্ট্রোকের মতো ঘটনা। ঝাপসা দেখা থেকে শুরু করে একেবারেই চলে যেতে পারে আপনার দেখার ক্ষমতা।

এই সমস্যা কাদের হতে পারে?

যাদের বয়স ৫০-এর বেশি। যাদের আছে উচ্চরক্তচাপের মতো সমস্যা। এছাড়া ডায়াবেটিস আছে এমন মানুষদের মধ্যে চোখের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

কীভাবে বুঝবেন চোখে স্ট্রোক হয়েছে?

মনে হবে আপনার দেখার সময় চোখের সামনে কিছু একটা ভাসছে। এগুলোই হলো ফ্লোটার কণা। যখন চোখে রক্ত বা অন্য কোনো তরল বের হয়, তখনই এমন হয়ে থাকে। চোখে আপনি হঠাৎ করে অস্বাভাবিক যন্ত্রণা, ব্যথা অনুভব করবেন। যদিও বেশিরভাগ ক্ষেত্রে চোখে স্ট্রোক হলে যন্ত্রণা অনুভূত হয় না।

আপনার মনে হবে সব কিছু যেন ঝাপসা হয়ে যাচ্ছে। এক চোখে আপনি আর আগের মতো দেখতে পাচ্ছেন না। বিশেজ্ঞরা মনে করেন চোখের স্ট্রোকের চিকিৎসা অনেকটাই নির্ভর করে স্ট্রোকে চোখের কতটা ক্ষতি হয়েছে তার ওপর। এর জন্য অবশ্যই কিছু থেরাপি রয়েছে। এরকম কোনো ঘটনা আপনার হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

উজা/মাসুদুজ্জামান রাসেল

জেসিআই বাংলাদেশ কর্তৃক আয়োজিত রমজান উপলক্ষে বিশেষ উদ্যোগ “ইফতার হোক সবার” কর্মসূচী

Previous article

অনলাইন ব্যবসায়ীদের মানতে হবে হাইকোর্টের ৯ দফা নির্দেশনা

Next article

You may also like

1 Comment

  1. […] আরও পড়ুনঃ চোখেও হয় স্ট্রোক! সাবধান না হলে হারাতে… […]

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *