খবর জেসিআই বাংলাদেশ কর্তৃক আয়োজিত রমজান উপলক্ষে বিশেষ উদ্যোগ “ইফতার হোক সবার” কর্মসূচী By নিজস্ব প্রতিবেদক March 8, 20251 ShareTweet 1 রমজানের বিশেষ দিনে “ইফতার হোক সবার” এই কর্মসূচি এতিমখানা এবং মাদ্রাসায় ইফতার করাবার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জেসিআই বাংলাদেশ। জেসিআই বাংলাদেশ কতৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ উদ্যোগ “ইফতার হোক সবার” কর্মসূচীতে জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস একটি মাদ্রাসায় ১০০ জনের অধিক শিক্ষার্থীদের মাঝে ইফতার, বই এবং কলম বিতরণ করে। এই মহতী উদ্যোগের নেতৃত্বে ছিলেন লোকাল প্রেসিডেন্ট সামিয়া রহমান, জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এবং সদস্যবৃন্দ।সামিয়া বলেন, আপনাদের সকলের এই সামাজিক দায়বদ্ধতা আর মমতাই পারে প্রতিটি মানুষের অন্তরে ভালোবাসা ছড়িয়ে দিতে । জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ কে, তার এমন মহৎ উদ্যোগ এবং সামনে থেকে নেতৃত্ব প্রদানের জন্য। তারা আশা প্রকাশ করেন, এই নেতৃত্ব সব মেম্বারদের অনুপ্রেরণা জোগাবে বাকি দিনগুলোতে অংশগ্রহণে। আরও পড়ুনঃ জেসিআই ঢাকা ডিপ্লোমেটস এবং হার্টওয়াইজ নিউট্রিশন বিডি’র উদ্যোগে অটিজম শিশুদের নিয়ে বিশেষ হার্টওয়াইজ নিউট্রিশন প্রকল্প চালু এছাড়াও, ইভেন্টের সফল আয়োজনের জন্য ইভেন্ট এডভাইজার তাহসিন আজিম সেজান, ইভেন্ট ডিরেক্টর রাজু আহমেদ এবং মো. নাদিম সহ সকল সিওসি সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস। আমাদের এই কর্মসূচির একটাই অংগীকার, আর তা হচ্ছে “ইফতার হোক সবার” যা পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে বলে জানান জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস। উজা/মাসুদুজ্জামান রাসেল
সাংবাদিকদের নিরাপত্তা এবং নাগরিক পরিসরে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : ভয়েস September 30, 20250
ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সভাপতি সাহাদাৎ রানা ও সাধারণ সম্পাদক সৈকত সাদিক April 21, 2025105 views
জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর পক্ষ থেকে অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ March 29, 2025201 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231908 views