উদ্যোক্তার গল্পদেশি উদ্যোক্তা নারী উদ্যোক্তাদের অদৃশ্য যুদ্ধ, ইমোশনাল লেবারের দাম কে দেবে : জয়া মাহবুব By নিজস্ব প্রতিবেদক 10 minutes ago0 ShareTweet 0 নারী উদ্যোক্তাদের সাফল্যের গল্প আমরা সাধারণত দেখি তাদের দৃঢ়তা, পরিশ্রম এবং স্বপ্ন পূরণের সংগ্রামে। কিন্তু যা চোখে পড়ে না, সেখানেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় বোঝা—ইমোশনাল লেবার। এটি এমন এক মানসিক শ্রম, যা কারও নজরে আসে না, কিন্তু নারীদের প্রতিদিন ভেতর থেকে ক্লান্ত করে তোলে। ব্যবসার সিদ্ধান্ত নেওয়া, চ্যালেঞ্জ মোকাবিলা করা, ক্লায়েন্ট বা কর্মীদের আবেগ সামলানো—সবকিছুর পাশাপাশি তাদের সবচেয়ে বড় চাপ আসে পরিবার থেকে। পরিবার অনেক সময় অজান্তেই নারী উদ্যোক্তাদের উপর অতিরিক্ত মানসিক প্রত্যাশা চাপিয়ে দেয়। বাড়ির কাজ, সন্তানের চাহিদা, পরিবারের সদস্যদের আবেগিক সমস্যা—সবকিছুই নারী উদ্যোক্তার ‘স্বাভাবিক দায়িত্ব’ হিসেবে ধরে নেওয়া হয়। ফলে ব্যবসা ঠিক মতো ম্যানেজ করার পাশাপাশি তাদেরকে মানসিক পরিচর্যাকারীর ভূমিকাও পালন করতে হয়। পরিবারের চোখে তিনি যেন সেই মানুষ, যিনি চাকরি বা ব্যবসার চাপে যতই ব্যস্ত থাকুন, ঘরের সবার মানসিক ভারও তিনিই বহন করবেন। আরও পড়ুনঃ কেক পট্টি ট্রেন্ড : উদ্যোক্তাদের নতুন নৈতিক চ্যালেঞ্জ – জয়া মাহবুব আবার ব্যবসায়িক সাফল্য এলেও প্রত্যাশা থেকে যায় আরও দায়িত্ব, আরও ধৈর্য, আরও শক্ত হওয়ার। এর সঙ্গে যোগ হয় দ্বৈত মানদণ্ড—ব্যস্ত থাকলে বলা হয় সে পরিবারের কথা ভাবে না, নিজের ক্লান্তি প্রকাশ করলে বলা হয় সে অতিরিক্ত সংবেদনশীল। অথচ নীরবভাবে সব সামলে নিলে ধরে নেওয়া হয় তার কিছুই হয়নি। এই অদৃশ্য পরিশ্রমই নারী উদ্যোক্তাদের সত্যিকারের মানসিক চাপ তৈরি করে, যার কোনো স্বীকৃতি নেই, নেই প্রতিদান। ইমোশনাল লেবারকে বোঝার এখনই সঠিক সময়, বিশেষ করে পরিবারের ক্ষেত্রে। একজন নারী উদ্যোক্তাও মানুষ—তারও সীমা আছে, তারও বিশ্রাম দরকার, তারও আবেগের যত্ন প্রয়োজন। পরিবারের সঠিক ভূমিকা হওয়া উচিত তার সময়কে সম্মান করা, সিদ্ধান্তকে মূল্য দেওয়া, দায়িত্ব ভাগ করে নেওয়া এবং তার মানসিক পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া। নারী উদ্যোক্তাদের সাফল্য শুধু ব্যবসার বৃদ্ধি নয়; এটি একটি পরিবারের মানসিক কাঠামোর প্রতিফলনও। ইমোশনাল লেবারের এই অদৃশ্য বোঝা যদি পরিবার বুঝে, ভাগ করে এবং সম্মান করে—তবেই নারী উদ্যোক্তারা সত্যিকারের পরিসরে উঠে দাঁড়াতে পারবেন। পরিবর্তন শুরু হয় ঘরের ভেতর থেকে—সচেতনতা, শ্রদ্ধা এবং সমর্থনের মাধ্যমে। জয়া মাহবুব
ডিজিটাল প্ল্যাটফর্ম নারী উদ্যোক্তাদের জন্য আশীর্বাদ, কিন্তু অনলাইন হ্যারাসমেন্ট বাঁধা কেন : এলিন মাহবুব
ডিজিটাল প্ল্যাটফর্ম নারী উদ্যোক্তাদের জন্য আশীর্বাদ, কিন্তু অনলাইন হ্যারাসমেন্ট বাঁধা কেন : এলিন মাহবুব 23 minutes ago0
ভাইরাল কেক পট্টির আড়ালে লুকানো স্বাস্থ্যঝুঁকি, নজর দিতে হবে ক্রেতা ও উদ্যোক্তা দুই পক্ষকে : এলিন মাহবুব November 6, 20251
ডিজিটাল বনাম ট্র্যাডিশনাল মার্কেটিং, উদ্যোক্তাদের জন্য কোনটা বেশি কার্যকর : এলিন মাহবুব October 8, 2025102 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231908 views