কৃষি

শৈলকূপায় আকষ্মিক ঝড়ে লণ্ডভণ্ড কলা বাগান

0
kola bagan

ঝিনাইদহ জেলার শৈলকূপায় মাত্র ৩০ সেকেন্ডের আকষ্মিক ঝড়ে অন্তত ৫ হেক্টর জমির কলা বাগান লণ্ডভণ্ড হয়ে গেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৪টার দিকে শৈলকূপা উপজেলার চাঁদপুর ইউনিয়নের বেড়বাড়ি ও চাঁদপুর গ্রামে ঝড় আঘাত হানে।

স্থানীয় কৃষকরা জানান, বিকেলে হঠাৎ করেই ঝড় শুরু হয়। ঝড়ে মাঠের কলা বাগান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩০ সেকেন্ড স্থায়ী ঝড়ের তাণ্ডবে ওই এলাকার তামাক, কলা, বরই ও আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। আম ও লিচুর মুকুল ঝরে পড়েছে।

এদিকে কৃষক আজিবার বিশ্বাস বলেন, বিকেল সাড়ে ৪টার পরে হঠাৎ করেই ঝড় শুরু হয়। ৩০ সেকেন্ডের মতো প্রবল ঝড়ে কলাগাছ সব ভেঙ্গে পড়েছে। তামাকের ক্ষেত নষ্ট হয়ে গেছে। কালবৈশাখী ঝড়ের মৌসুমের আগেই এরকম ঝড় আঘাত হানবে, আমরা বুঝতে পারিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, সামনে ঝড়ের মৌসুম। আমরা কৃষক পর্যায়ে পরামর্শ দিয়েছি। কলাগাছে বাঁশের খুঁটি ব্যবহারের জন্য কৃষকদের কৌশল শিখিয়ে দিয়েছি। শনিবারের আকষ্মিক ঝড়ে ৫ হেক্টর কলাক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া তামাক, আমের মুকুলের ক্ষয়ক্ষতি হয়েছে।

উজা/মাসুদুজ্জামান রাসেল

সুবিধা বঞ্চিত মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দিয়ে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব

Previous article

গুচ্ছ ভর্তির আবেদন শুরু ৫ মার্চ, থাকছে ১৯ বিশ্ববিদ্যালয়

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in কৃষি