উদ্যোক্তার গল্পদেশি উদ্যোক্তা

স্বপ্নঘর অয়েল মিলস নিয়ে নিজ স্বপ্ন বুনে চলেছেন টিটু

0
cvr 2 3

উদ্যোক্তা জার্নালের বিশেষ আয়োজন ‌‘উদ্যোক্তা গল্প’-র আজকের পর্বে, কথা হলো উদ্যোক্তা নাজমুল কবীর টিটুর সঙ্গে। আজ শুনবো তার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প।

আমি নাজমুল কবীর টিটু। জন্ম ও বেড়ে ওঠা চরপাড়া, পো: জিনারদী, উপজেলা: নরসিংদী সদর, জেলা: নরসিংদী।

আমার এই পথ চলায় আমার মেঝো ভাই এর কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি। আমি চাকরির পাশাপাশি অন্য কে উৎসাহ দিতে নিজেই এই কাজ কে ভালোবাসা দিয়ে করে যাচ্ছি যেনো আমার দেখাদেখি আরেক জন করে বেকারত্ব সমস্যা দূর করতে পারে, এটিই আমার মূল উদ্দেশ্য।

আমি কাজ করছি সরিষার তেল নিয়ে। আমার প্রতিষ্ঠানের নাম স্বপ্নঘর অয়েল মিলস। সরিষার তেল নিজ কারখানা থেকে সরাসরি কাস্টমার কে দিয়ে থাকি। সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেয়া হয়।ftre 2 3আমার শুরুটা অনেক কস্টের ছিলো। মহামারী করোনাকালীন থেকে আমার উদ্যোগ শুরু। মানুষ হাসি তামাশা করতো আমি চাকরির পাশাপাশি উদ্যোগ নিয়ে কাজ করায়। আমি কখনো এসবে কানে নেই নি। আমার পথ চলা হলো বিদেশিদের স্টাইল এর মতো, তারা একাধিক কাজ করে থাকে আমি ও তাই করতে চাই। চাকরির পাশাপাশি এবং দেশের বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখতে চাই।

একজন উদ্যোক্তা হতে সবার আগে নিজে কে এমনভাবে তৈরী করতে হবে, যেনো মানুষ সব সময় কন্টেন্ট থেকে কিছু শিখতে পারে এমন ধরনের লিখা ও আলোচনা গুরুত্বপূর্ণ। প্রচুর পরিমান লিখা পড়তে হবে ও লিখতে হবে। লিখাগুলো গঠনমূলক হতে হবে। সেই সাথে সততা ও বিশ্বাস অর্জন করার মতো কাজ করে যেতে হবে আমাদের কে।

বর্তমানে আমার প্রতিষ্ঠানে মালিক পক্ষ ও কর্মী সহ ৬ জন কর্মরত আছে।

পড়াশোনার ফাঁকে ফাঁকে আমাদের কে পারটাইম জব বা উদ্যোগ পরিচালনা করার ইচ্ছে শক্তি পোষণ করতে হবে। তাহলে দেশেরও উন্নয়ন হবে সাথে নিজের জ্ঞান অর্জন করা যাবে। চাকরি করলে অন্য কিছু করা যাবে না সেই কথায় আমি একমত না, কারণ বর্তমানে অনেক খরচ বেশি হচ্ছে সেই খরচ কভার করতে চাকরির পাশাপাশি অন্য কিছু করতে পারলে অর্থনৈতিক দিক দিয়ে সফলতা অর্জন করা যায়।

আমার প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গেলে, আলহামদুলিল্লাহ জনগণ এর বিশ্বাস ও ভালোবাসা নিয়ে আমাদের পথ চলা।

আরও পড়ুনঃ সিদল আমার সিগনেচার পণ্য : আফরিন হোসেন সেঁজুতী

আমাদের দেশের প্রেক্ষাপট বর্তমানে নারী উদ্যোক্তাদের জন্য অনেকটা ভালো। আমি মনে করি উন্নয়নশীল দেশ পারলে আমরা পারবো না কেনো? প্রতিটি পরিবার থেকে উৎসাহ দিয়ে নারীদের পাশে থাকা দরকার। আমি সব সময় এই পরামর্শ দিয়ে যাচ্ছি নারীদের কে এবং আমার পরিবারের নারীদের কেও।

আমি সব সময় কাজ দ্বারা অভিজ্ঞতা অর্জন করতে চাই। কাজ শিখলে কখনো বিফলে যায় না, সেই বিশ্বাস ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আমি সব সময়।

আলহামদুলিল্লাহ আমার প্রায় ১০০+ রিপিট কাস্টমার। কাস্টমার এর ভালবাসাই আমাদের প্রাপ্তি।

এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনো ধরনের সহযোগিতা পাইনি। জনগণের ভালোবাসাই আমার প্রতিষ্ঠানের অর্জন।

পরিকল্পনা হলো আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব সবাই কে সঠিক পরামর্শ দিয়ে সরিষার তেল ব্যবহার করার প্রতি উদ্বুদ্ধ করা। ভবিষ্যৎ প্রজন্মকে চাকরির পাশাপাশি উদ্যোক্তা তৈরি করা। পাঁচ বছর পর চাকরির পাশাপাশি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।

উদ্যোক্তা জার্নাল/মাসুদুজ্জামান রাসেল

অনলাইন ব্যবসায় নারী উদ্যোক্তাদের কৌশল : সফলতার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ – এলিন মাহবুব

Previous article

সর্বোচ্চ ভোটের ব্যবধানে ডিআরইউ’র নারী বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন রোজিনা রোজী

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *