ই-কমার্সশীর্ষ সংবাদ

অগ্রগামীর অগ্রযাত্রায় শুভ সূচনা!

0
288671198 601072127967671 8456649094108508445 n

ই-কমার্স খাতের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ৯টি পদের মধ্যে আটটিতে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে অগ্রগামী প্যানেল। দ্য চেঞ্জ মেকারস প্যানেল পেয়েছে একটি পদ। আর ঐক্য প্যানেলের কেউ বিজয়ী হতে পারেননি।

শনিবার (১৮ জুন) রাজধানীর ধানমন্ডিতে সাইয়্যেদানা কমিউনিটি সেন্টারে সকাল ১০টা থেকে বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। নির্বাচনে অগ্রগামী, দ্য চেঞ্জ মেকারস ও ঐক্য নামের তিনটি প্যানেলে ২৭ জনসহ মোট ৩১ জন প্রার্থী প্রতিসন্দ্বিতা করেন। মোট ৭৯৫ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬১১ জন। এর মধ্যে বাতিল হয় ১০ টি ভোট। ভোট গণনার পর রাত পৌনে আটটার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আমিন হেলালী। এ সময় বাকি দুই সদস্য এ এইচ এম বজলুর রহমান ও মো. আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

সর্বোচ্চ ৪৫৩ ভোট পেয়েছেন ফুডপান্ডার সৈয়দা আম্বারীন রেজা। বিজয়ী অন্যরা হলেন কমজগৎ টেকনোলজিসের মোহাম্মাদ আবদুল ওয়াহেদ (প্রাপ্ত ভোট ৩৮৬), ধানসিঁড়ি ডিজিটালের শমী কায়সার (৩৬৫), ব্রেকবাইটের আসিফ আহনাফ (৩৩২), পেপারফ্লাইয়ের শাহরিয়ার হাসান (৩০৮), রেভারি করপোরেশনের নাসিমা আক্তার (৩০৭), ডায়াবেটিস স্টোরের মোহাম্মাদ সাহাব উদ্দিন (২৮৭), ডিজিটাল হাব সলিউশনসের মো. সাইদুর রহমান (২৭৩) ও সেবা ডট এক্সওয়াইজেডের মো. ইলমুল হক (২৭০)।

কাঁঠাল দিয়েও এবার বানিয়ে ফেলুন পায়েস

Previous article

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ই-ক্যাব’র এর নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *