ব্যবসা-বাণিজ্য অচিরেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলে আসবে : সালমান এফ রহমান By নিজস্ব প্রতিবেদক January 30, 20240 ShareTweet 0 প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘দেশের বাজারে কিছু পণ্যের দাম অযৌক্তিভাবে বেড়ে গেছে। সরকারের হস্থক্ষেপে এরই মধ্যে কয়েকটি পণ্যের দাম কমেছে। অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয় এবং সংস্থাসমূহের সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করছে। আশা করছি অচিরেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলে আসবে।’ সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এই মুহূর্তে রেমিট্যান্স এবং রপ্তানি বাড়ানো গেলে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনা সহজ হবে। তিনি বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হয়েছে। আশা করছি ডলার সংকট কেটে যাবে। আরও পড়ুনঃ খাদ্য আমদানিতে বিশ্বে তৃতীয় অবস্থানে বাংলাদেশ উপদেষ্টা জানান, চামড়া ও পাটজাত পণ্যের রপ্তানিকে গুরুত্ব দিয়ে এই দুই খাতে সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। গার্মেন্টস শিল্পের মতো অন্য খাতকেও একই সুবিধা দিলে রপ্তানি বাড়বে বলে বিশ্বাস করি। গ্যাস সংকট নিয়ে তিনি বলেন, এখন যেটা হয়েছে সেটা সাময়িক। কিছুদিন আগেও এলএনজি কেনা হয়েছে। আর ভবিষ্যতের জন্য ভালো খবর হচ্ছে অনেক নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ভোলাতে আগে আমরা গ্যাস পেয়েছি, এখন শেভরন পেয়েছে, পেট্রোবাংলাও পেয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, গার্মেন্টস পণ্য রপ্তানি প্রথমে ছোট আকারে শুরু হয়েছিলো। ফার্নিচার, ফ্রিজ, এয়ার কন্ডিশনারও এখন বাইরে রপ্তানি হচ্ছে। আমরা আগে কল্পনাও করিনি যে, বাংলাদেশ এতকিছু রপ্তানি করতে পারবে। আমাদের রপ্তানি বহুমুখী হয়েছে, কিন্তু পরিমাণটা বাড়ছে না। প্রধানমন্ত্রী বলেছেন, গার্মেন্টসকে যে সুবিধা দেয়া হয়েছে অন্য খাতকেও যদি একই সুবিধা দেয়া হয় তাহলে রপ্তানি বহুমুখী করা সহজ হবে।
নির্মাণ খাতে দক্ষ জনশক্তি তৈরিতে ৮ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে রিহ্যাব’র চুক্তি January 30, 2025157 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231908 views