কৃষিখবররসুইঘর

অনুষ্ঠিত হলো বাংলাদেশের বেকারি ও প্যাটেসারি এন্ড কনফেকশনারি টিমের আলোচনা সভা

0
smi

“বিশ্ব দক্ষতা প্রতিযোগিতা ২০২৪” কে লক্ষ্য নিয়ে বাংলাদেশের বেকারি ও প্যাটেসারি এন্ড কনফেকশনারি টিম নিয়ে এগ্রো ফুড ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল নিজেদের কনফারেন্সে রুমে এক আলোচনা সভার আয়োজন করে।

“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় দক্ষতা প্রতিযোগিতা ২০২৩” জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী কার্যালয়ের লক্ষ্য সফল করার জন্য আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জুবায়ের আলম (সমন্বয়কারী এগ্রো ফুড ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলর এবং জাতীয় বিচারক)।

মূল আলোচক ছিলেন শুভ আসোয়াদ (জাতীয় বিচারক), প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন এগ্রো ফুড ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুর রহমান ভূঁইয়া।

আরও পড়ুনঃ ভেজাল কসমেটিকস বিক্রি করলে কঠোর ব্যবস্থা

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেকারি ও প্যাটিসারি এন্ড কনফেকশনারি টিম এর বিচারক আফরোজা নাজনিন সুমি, দিল আফরোজ সাইদা, ফারহানা হাবিব, শফিকুল ইসলাম অভি, সালেহ মুহাম্মাদ সাগর এবং আজম মাল্লিক।

এছাড়াও উপস্থিত ছিলেন এগ্রো ফুড ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন ও ঘাসফুল এর সভাপতি হাসান আব্দুল্লাহ বিপ্লব।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আবেদন আহ্বান

Previous article

সরিষাবাড়ীতে দুস্থ ও গরীব-দুঃখীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো নিরন্তর ওয়েলফেয়ার অর্গানাইজেশন

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in কৃষি