বিজ্ঞান

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে বেসরকারি অ্যাস্ট্রোনাট মিশন

0
spc2

যুক্তরাষ্ট্রের প্রথম বেসরকারী অ্যাস্ট্রোনাট মিশন শনিবার কক্ষপথে স্থাপিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে। এএক্স-১ কোডনামের মিশনটি শুক্রবার স্পেসএক্স’র ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার অব ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) থেকে পরিচালিত হয়।

বিভিন্ন দেশের ৪ জন ক্রু এই মিশনের নেতৃত্ব দেন । এরা হলেন যুক্তরাষ্ট্রের কমান্ডার মাইকেল লোপেজ অ্যালেগ্রিয়া এবং পাইলট ল্যারি কোনার, মিশন বিশেষজ্ঞ ইসরাইলের ইথান স্টিবে ও কানাডার মার্ক প্যাথি।

শনিবার ইস্টার্ন সকাল টাইম ৮:২৯ মিনিটে (০০২৯ জিএমটি) আটলান্টিক মহাসাগরের ২৬০ মাইল উপরে অবস্থানকালে স্পেসক্রাফটি মহাকাশ স্টেশনে নোঙ্গর করে। ১০ দিনের মিশনে ক্রুরা এখানে বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবেন।

এফএ কাপের ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ চেলসি

Previous article

সেপ্টেম্বরের মধ্যে থ্রি হুইলার গাড়ি বাজারে আনছে রানার : আইসিটি প্রতিমন্ত্রী

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *