ব্যবসা-বাণিজ্য

আবারো পান চাষে ঝুঁকছেন কুষ্টিয়ার চাষিরা

0
পান চাষ

পান চাষে ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়ায় একসময় অব্যাহত লোকসানের কারণে পান চাষে বিমুখ হয়ে পড়েন চাষিরা। তবে গত তিন অর্থবছরে পান চাষ করে লাভের মুখ দেখায় অনেক চাষি আবারো ঝুঁকছেন পান চাষে।

এছাড়াও দেশের বিভিন্ন এলাকায় জনপ্রিয়তা মেলায় কুষ্টিয়া জেলায় দিন দিন বাড়ছে পান চাষ। দেশের গণ্ডি পেড়িয়ে পান রফতানি হচ্ছে বিদেশে।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, ২০১৭-১৮ অর্থবছরে ২ হাজার ১২০ হেক্টর জমিতে পান চাষ করা হয়েছিল। ২০২০-২১ অর্থবছরে পান চাষ হয়েছিল ২ হাজার ১৪০ হেক্টর জমিতে। ২০২১-২২ অর্থবছরে জেলায় ২ হাজার ২৩০ হেক্টর জমিতে পান চাষ হয়েছে।

২০২২-২৩ অর্থবছরে এ চাষ আরো সম্প্রসারিত হবে বলে আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের।

তথ্যমতে, জেলার মধ্যে মিরপুর উপজেলা থেকে সবচেয়ে বেশি পান রফতানি হয়। ২০২১-২২ অর্থবছরে মিরপুর উপজেলা থেকে ২০ টন পান লন্ডনসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে রফতানি হয়েছে।

এছাড়া কুষ্টিয়া সদর থেকে একই সময়ে ২২ টন ও ভেড়ামারা উপজেলা থেকে ২৭ চন পান রফতানি হয়েছে।

তথ্য বলছে, জেলার তিনটি উপজেলা থেকে বছরে গড়ে প্রায় ৩৫ কোটি টাকার পান রফতানি হচ্ছে।

আরও পড়ুন: বয়স শুধুই সংখ্যা প্রমাণ করলেন ৮৫ বছরের এই উদ্যোক্তা

‘যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সোচ্চার রয়েছে’

Previous article

পশ্চিমাদের তুলনায় এশিয়া ও আফ্রিকায় মাইগ্রেনের হার কম

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *