খেলা

আরচারি দল ঢাকা ছাড়ছে রবিবার

0
arch

আসন্ন ২০২২ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১ এ অংশ নিতে রবিবার ব্যংককের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ আরচারি দল। ১৪-১৯ মার্চ থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে ১৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আরচারি দলের ১৬ জন রবিবার থাই এয়ারওয়েজে ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওয়ানা হবে। এদিন কারণবশত দলের সাথে যেতে পারছেন না কোচ মার্টিন ফ্রেডারিক। ১৪ মার্চ সোমবার তিনি কাতার এয়ারওয়েজে ফুকেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

এশিয়ার ১২টি দেশ থেকে রিকার্ভ পুরুষ ইভেন্টে ৩৫ জন, রিকার্ভ মহিলা ইভেন্টে ২৪ জন, কম্পাউন্ড পুরুষ ইভেন্টে ৩৩ জন ও কম্পাউন্ড মহিলা ইভেন্টে ২৩ জন আরচার টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১৭ সদস্যের বাংলাদেশ দলে আরচার হিসেবে যাচ্ছেন ১৩জন।

রিকার্ভ পুরুষ: মো: রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, রাম কৃষ্ণ সাহা, মো: সাগর ইসলাম।

রিকার্ভ মহিলা: দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার, ফামিদা সুলতানা নিশা।

কম্পাউন্ড পুরুষ: নেওয়াজ আহমেদ রাকিব, মিঠু রহমান, মো: সোহেল রানা, হিমু বাছাড়।

কম্পাউন্ড মহিলা: রোকসানা আক্তার ও শ্যামলী রায়।

কর্মকর্তা হিসেবে থাকছেনঃ- মোহাম্মদ আনিসুর রহমান- টিম ম্যানেজার, মার্টিন ফ্রেডারিক- প্রধান প্রশিক্ষক, মোহাম্মদ জিয়াউল হক- প্রশিক্ষক এবং মোহাম্মদ হাসান প্রশিক্ষক।

চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন যারা

Previous article

অবশেষে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন সাকিব

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খেলা