শিক্ষা আর হবে না জেএসসি-জেডিসি পরীক্ষা By নিজস্ব প্রতিবেদক January 22, 20230 ShareTweet 0 জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আর না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা অনুযায়ী, পাবলিক বা বোর্ড পরীক্ষা গ্রহণের ব্যবস্থা না থাকায় চলতি বছর থেকে জেএসসি এবং জেডিসি পরীক্ষা বাদ দেয়ার সুপারিশ প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হলে তার অনুমোদন দেয়া হয়। আরও পড়ুনঃ এসএসসি ও সমমানের ফল প্রকাশ : গড় পাসের হার ৮৭.৪৪ সোমবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আক্তার উননেছা শিউলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ অনুযায়ী জেএসসি ও জেডিসি পাবলিক বা বোর্ড পরীক্ষা গ্রহণের ব্যবস্থা রাখা হয়নি, বিধায় ২০২২ ও ২০২৩ এবং তার পরিবর্তে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাদ দেয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি এবং নূর ট্র্যাভেল করপোরেশন : উচ্চশিক্ষায় নতুন দিগন্তের সূচনা March 18, 20251
মালয়েশিয়ায় উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীদের আস্থার নাম ‘নূর ট্র্যাভেল কর্পোরেশন’ February 1, 2025208 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231909 views