দর্শনীয় স্থানপর্যটনভ্রমণ

আড়াই বছর পর পর্যটকদের জন্য সীমান্ত খুলল ভুটান

0
ভুটান

করোনা মহামারির কারণে বন্ধ থাকা সীমান্ত দীর্ঘ আড়াই বছর পর খুলে দিয়েছে হিমালয়ের কোলে অবস্থিত ভুটান।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) থেকে পুনরায় ভুটানে ভ্রমণের সুযোগ পাচ্ছেন বিদেশি পর্যটকরা।

ভারতীয় সংবাদ মাধ্যম টিভি নাইন বাংলার এক প্রতিবেদনে জানা গেছে, দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশটিতে প্রথম দিন ঘুরতে যান ২৩ জনের বিদেশি পর্যটকের একটি দল।

নেপালের কাঠমান্ডু থেকে যাওয়া ওই পর্যটক দলটিকে ভুটান সরকারের পক্ষ থেকে বিশেষ উপহার দেয়া হয়। প্রত্যেককে দেয়া উপহারের প্যাকেটে অর্গানিক মধু, চা, ভুটানের হলুদ এবং স্থানীয় একটি সিম কার্ড ছিল।

আরও পড়ুনঃ সাফজয়ীদের ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করল সেনাবাহিনী

তবে ভুটানে ভ্রমণের ক্ষেত্রে এখন থেকে পর্যটকদের অতিরিক্ত অর্থ গুনতে হবে। কারণ সম্প্রতি পর্যটন শুল্কের ক্ষেত্রে টেকসই উন্নয়ন ফি নামে একটি সংশোধন এনেছে ভুটান সরকার। এতে বিদেশি পর্যটকদের দৈনিক ফি ৬৫ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ২০০ ডলার নির্ধারণ করা হয়েছে। গত তিন দশক ধরে প্রতিদিন অবস্থানের জন্য বিদেশি পর্যটকদের কাছ থেকে ৬৫ ডলার করে পর্যটন কর নেয়া হতো।

তবে বাংলাদেশ, ভারত ও মালদ্বীপের নাগরিকদের জন্য এই ফি এক হাজার ২০০ রুপি। মহামারি করোনার আগে ভারতীয়দের জন্য আলাদা ফি দিতে হতো না।

 

সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন ৫৭ হাজার মানুষ

Previous article

দেশে করোনায় আরো ৪ জনের মৃত্যু

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *