খেলা

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

0
6Proteas Ireland

ওয়েন পার্নেলের বোলিং নৈপুন্যে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা। গতরাতে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা ৪৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। প্রথম টি-টোয়েন্টিতে ২১ রানে জিতেছিলো প্রোটিয়ারা।

ইংল্যান্ডের ব্রিস্টলে টস জিতে প্রথমে বোলিং করতে নামে আয়ারল্যান্ড। ব্যাট হাতে ইনিংস খেলতে ব্যর্থ হন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও রাসি ভ্যান ডার ডুসেন। ডি কক ৭ ও ডুসেন ৪ রান করেন। তবে আরেক ওপেনার রেজা হেনড্রিকস ৪০ বলে ৪২ রান করেন। মিডল-অর্ডারের চার ব্যাটার আইডেন মার্করাম, হেনরিচ ক্লাসেন, ডেভিড মিলার ও ডোয়াইন প্রিটোরিয়াস দ্রুত রান তুলেছেন। ফলে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। মার্করাম ১০ বলে ২৭, ক্লাসেন ১৬ বলে ৩৯, মিলার ২০ বলে অপরাজিত ৩২ ও প্রিটোরিয়াস ৭ বলে ১৭ রান করেন।

১৮৩ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার দুই পেসার পার্নেল ও প্রিটোরিয়াসের বোলিংয়ে শুরু থেকেই বিপদে পড়ে আয়ারল্যান্ড। টপ-অর্ডারের তিন ব্যাটার শূন্য হাতে বিদায় নেন। পরের দিকের ব্যাটাররাও বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে হার বরণ করে নেয় আয়ারল্যান্ড। সাত বল বাকী থাকতে ১৩৮ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। মাত্র চার ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পেরেছেন। সর্বোচ্চ ৩৪ রান করেন হ্যারি টেক্টর।

৩০ রানে ৫ উইকেট নেন পার্নেল। ৪৫ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন পার্নেল। ৩ উইকেট নেন প্রিটোরিয়াস। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ড সফরের অংশ ছিলো। ১৭ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।

পাটের শাড়িতে অভিনব সাজে মনামী

Previous article

যেভাবে সেদ্ধ করলে মাংসের আলু কাঁচা থাকবে না

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খেলা