আন্তর্জাতিকরসুইঘর

ইউক্রেনের পাশে দাঁড়াতে জার্মান বেকারির অভিনব মিষ্টি

0
ucrnd

ইউক্রেন এই মুহূর্তে পূর্ব ইউরোপের একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ। ইউক্রেনের এই বিপর্যয়ে পাশে থাকতে উদ্যোগী হয়ছে জার্মানির একটি বেকারি ‘হাক’। ইউক্রেনের জাতীয় পতাকার রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে একটি বিশেষ ডোনাট। নাম দেওয়া হয়েছে ‘পিস ডোনাট’। যুদ্ধের আবহে এমনই একটি শান্তির বার্তা দিল একটি জার্মান বেকারি। এই ডোনাট বিক্রি করে সংগৃহীত অর্থ ইউক্রেনের রাজধানী ফ্র্যাঙ্কফু়র্টে আশ্রয় নেওয়া শিশুদের অনুদান দেওয়া হবে।

নীল ও হলুদ রঙের ফ্রস্টিং দেওয়া এই ডোনাটটির মূল্য ধার্য করা হয়েছে এক ইউরো। যা বাংলাদেশের টাকায় প্রায় ৯৫ টাকা।

বেকারির মালিক তানজা হাকের কথায়, এই সঙ্কটের সময় দ্রুত কিছু করতে হবে ভেবেছিলাম। অনেক ভেবে এই ডোনাট প্রস্তুত করার কথা মাথায় আসে। দাম খুবই কম রাখা হয়েছে যাতে সবাই কিনতে পারেন।

জার্মানির বেকারির প্রয়াসকে সাধুবাদ জানাতে এগিয়ে এসেছিলেন সাধারণ মানুষও। নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ‘পিস ডোনা়ট’ এর কথা। বিপুল সাড়াও মিলেছে। এক দিনেই বেকারির ১০টি শাখা থেকে প্রায় ৬০০টি ডোনাট বিক্রি হয়েছে।

সাজ ছাড়াই পাতুন টক দই

Previous article

বিকেলের নাস্তায় বাঁধাকপির চপ

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *