আন্তর্জাতিকখবরশীর্ষ সংবাদ

ইউক্রেনের ৪টি অঞ্চলে গণভোটের ফল প্রকাশ করলো রাশিয়া

2
গণভোটের ফল

ইউক্রেনের ৪টি অঞ্চলে অনুষ্ঠিত গণভোটের ফল প্রকাশ করলো রাশিয়া। ফলাফলে নিজেদের বিজয়ী ঘোষণা করে দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ জানান, ‘গণভোট শেষ হয়েছে;‘ফলাফল পরিষ্কার’,‘রাশিয়ায় স্বাগত’।’

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার এক বিবৃতিতে ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘রাশিয়ার কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ইউক্রেনের জন্য কিছুই পরিবর্তন করবে না’।

আরও পড়ুন: রাশিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১৩

টেলিগ্রামে পোস্টে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন বলেন, তার অঞ্চলে ভোট গণনা সম্পন্ন হয়েছে। রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত হওয়ার পক্ষে ভোট পড়েছে ৯৯ দশমিক ২৩ শতাংশ।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, খেরসন, জাপোরিঝিয়া এবং লুহানস্ক অঞ্চলেও নিরুঙ্কুশ বিজয় লাভ করেছে রাশিয়া।

মস্কোর এই ঘোষণা যুদ্ধের একটি নতুন কৌশল মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন ও পশ্চিমাদের সঙ্গে রাশিায়ার দ্বন্দ্বের নতুন মোড় নিচ্ছে।

 

মেক্সিকো-কানাডা-যুক্তরাষ্ট্র বিশ্বকাপেও থাকছেন স্কালোনি

Previous article

বিশ্ব জলাতঙ্ক দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পৃথক বাণী

Next article

You may also like