আন্তর্জাতিক

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

0
9472766b6b192667a3dfc812ba9e49d2 6353a82eb6f35

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন জর্জিয়া মেলোনি। একই সাথে বেনিতো মুসোলিনির ফ্যাসিবাদী যুগের পর এই প্রথম দেশটিতে কট্টর ডানপন্থী সরকার তৈরি হলো।

শনিবার ৪৫ বছর বয়সী জর্জিয়া ইতালির প্রেসিডেন্ট প্রাসাদে প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেলার সামনে দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় নিজের মন্ত্রিসভা ঘোষণা করেন তিনি। ২৪ সদস্যের মন্ত্রিসভায় ৬ জন নারী রয়েছেন।

গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ী হয় জর্জিয়ার ‘ব্রাদারস অফ ইতালি’ দলের নেতৃত্বাধীন ডানপন্থী ‘ফোরজা ইতালিয়া’ জোট। চলতি বছরে ইটালির প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন মারিও দ্রাঘি। জোট সরকার আস্থা হারাতেই তিনি পদত্যাগ করেন বলে জানান।

আরও পড়ুনঃ ‘বড় হামলার পরিকল্পনা নেই, শেষ হচ্ছে রিজার্ভ সেনাদের তলবও’

দেশে এরপরই অনিশ্চয়তা তৈরি হয়। ২৫ সেপ্টেম্বর ইতালিতে নির্বাচন হয়েছে। আর সেই নির্বাচনে লড়েই নতুন ইনিংস শুরু করলেন মেলোনি।

বিদেশেও অবদান রেখে চলেছেন নারী উদ্যোক্তারা : স্পিকার

Previous article

প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জিম্বাবুয়ে

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *