আন্তর্জাতিকখবর

ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচে পদদলিত হয়ে নিহত ১৭৪

0
ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচে পদদলিত হয়ে নিহত ১৭৪

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে মালাং শহরে ফুটবল খেলায় সংঘর্ষের পর পদদলিত হয়ে অন্তত ১৭৪ জন নিহত হয়েছেন।

শনিবার রাতে শহরের কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার পুলিশ।

ইন্দোনেশিয়ার প্রধান নিরাপত্তামন্ত্রী মাহফুদ এমডি বলেছেন, গতকাল রাতে ওই স্টেডিয়ামের ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শক উপস্থিত ছিলেন। ওই স্টেডিয়ামের ধারণক্ষমতা ৩৮ হাজার। তবে গতকাল সেখানে ৪২ হাজার দর্শক উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী হলেন সৌদি যুবরাজ সালমান

ইন্দোনেশিয়া পুলিশ জানিয়েছে, হারের পর স্টেডিয়ামে থাকা আরেমার দর্শকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তাঁদের থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে দর্শকেরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় হুড়োহুড়িতে অনেকেই পদদলিত হয়ে নিহত হন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ওই স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল। খেলায় আরেমাকে ৩–২ গোলে হারায় পেরসেবায়া। দুই দশকের বেশি সময়ের মধ্যে পেরসেবায়ার কাছে এই প্রথম কোনো ম্যাচে হারল আরেমা। হারের পর স্টেডিয়ামে থাকা আরেমার দর্শকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তাঁদের থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে দর্শকেরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় হুড়োহুড়িতে অনেকেই পদদলিত হয়ে নিহত হন।

 

ভারত থেকে আমদানি বাড়ছে

Previous article

১৬ নভেম্বর রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *