আন্তর্জাতিকখবর

ইরানে পুলিশ হেফাজতে তরুণীর মৃত্যুতে বিক্ষোভে গুলি; নিহত ৫

0
ইরানে পুলিশ হেফাজতে তরুণীর মৃত্যুতে বিক্ষোভে গুলি; নিহত ৫

ইরানের কুর্দি অঞ্চলে পুলিশ হেফাজতে মাশা আমিনি নামের ২২ বছর বয়সী এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫ জনের মৃত্যু হয়েছে।

ওই তরুণীর মৃত্যুর পর ইরানজুড়ে বিক্ষোভ-সহিংসতার তৃতীয় দিন সোমবার নিরাপত্তা বাহিনী গুলি ছুড়লে এদের মৃত্যু হয় বলে মানবাধিকার সংগঠনটির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের কুর্দিস্তান প্রদেশের বাসিন্দা মাশাকে দিনকয়েক আগে গ্রেপ্তার করেছিল ইরানের নীতি পুলিশ; পরে তার কোমায় চলে যাওয়া ও মৃত্যুর খবর আসে।
এ ঘটনার প্রতিবাদে রাজধানী তেহরানসহ ইরানে অসংখ্য শহরে বিক্ষোভ হয়।

এদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ৭টি প্রদেশের কিছু কিছু শহরে ‘সীমিত’ বিক্ষোভ হলেও পুলিশ তা নিয়ন্ত্রণে এনেছে। তবে একাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তারের খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন; ‘বিক্ষোভে মৃত্যু সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমের’ খবরকে প্রত্যাখ্যান করে তারা আহত ২ ব্যক্তিকে দেখিয়েছে, যারা নিজেরাই তাদের মৃত্যুর খবরকে গুজব অ্যাখ্যা দিয়েছেন।

আরও পড়ুনঃ মিয়ানমারে সামরিক বাহিনীর হামলায় ১১ শিশু নিহত

ইরানের নীতি পুলিশ ইসলামী ওই প্রজাতন্ত্রের নাগরিকরা শরিয়া আইন মানছে কিনা, নারীদের চুল ঢাকা এবং জনসমক্ষে ঢিলেঢালা পোশাক পরে না আসার বিধান মানা হচ্ছে কিনা, সেসব বিষয়ে কঠোর নজরদারি চালায়। মাশার মৃত্যু বিষয়ে তারা জানিয়েছে, নীতি পুলিশের হাতে আটক অন্য নারীদের সঙ্গে অপেক্ষারত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন ২২ বছর বয়সী ওই তরুণী।

তবে মাশার বাবা বলছেন, তার মেয়ে শারীরিকভাবে অসুস্থ ছিল না এবং তার মেয়ের পায়ে আঘাতের দাগ দেখা গেছে। পুলিশই তার মেয়ের মৃত্যুর জন্য দায়ী বলেও তিনি দাবি করেছেন।

১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০১ কোটি ডলার

Previous article

জীবনের নিরাপত্তা চেয়ে জাতিসংঘে চিঠি শূন্যরেখার রোহিঙ্গাদের

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *