ই-কমার্সউদ্যোক্তা প্রশিক্ষণউদ্যোক্তা সংগঠন

ই-কমার্স নিয়ে এবার অনলাইনে ওয়ার্কশপ করতে যাচ্ছে ‘ই-ক্যাব ইয়ুথ ফোরাম’

0
yf

অফলাইনে অনুষ্ঠিত হওয়ার পর যারা মিস করেছিলেন তাদের অনুরোধের প্রেক্ষিতে ‘ই-ক্যাব ইয়ুথ ফোরাম’ ১ম অনলাইন ওয়ার্কশপ টি করতে যাচ্ছে। সারাদেশ থেকে এই ওয়ার্কশপে অংশগ্রহন করার সুযোগ রয়েছে।

ঘরে ঘরে তৈরি হচ্ছে তরুণ উদ্যোক্তা। সেই তরুণ উদ্যোক্তাদের প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে ই-কমার্স সেক্টর। নিজের উদ্যোগকে প্রসারিত করতে একধাপ এগিয়ে যাওয়ার মনোবল ও সাহস থাকা সত্ত্বেও তিনধাপ পিছিয়ে যাচ্ছে শুধু ই-কমার্স বিজনেসের সঠিক দিক নির্দেশনার অভাবে।ythfrmতাই কিভাবে ই-কমার্স বিজনেস শুরু করা যায় এবং নিখুঁতভাবে পরিচালনা করা যায় তারই ধারাবাহিকতায় আগামী ২০ মার্চ (সোমবার) হতে যাচ্ছে ‘ই-ক্যাব ইয়ুথ ফোরাম’ কর্তৃক আয়োজিত অনলাইন ওয়ার্কশপ “How to Start an e-Commerce Business”

আরও পড়ুনঃ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ই-ক্যাব ইয়ুথ ফোরাম’র প্রথম ওয়ার্কশপ

ওয়ার্কশপটি Google Meet এর মাধ্যমে পরিচালিত হবে ।
সময়ঃ ২০ মার্চ, ২০২৩ রাত ৮ঃ৩০ থেকে ১০টা পর্যন্ত।

রেজিস্ট্রেশন লিংকঃ https://cutt.ly/S89e6e1

আন্তর্জাতিক স্টেশন অভিমুখে মহাকাশযান স্পেসএক্স ড্রাগনের যাত্রা

Previous article

বাংলাদেশ এবার হোয়াইটওয়াশ করলো বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *