ই-কমার্সউদ্যোক্তা প্রশিক্ষণউদ্যোক্তা সংগঠনউদ্যোক্তার গল্প

ই-কমার্স বিষয়ক দিক নির্দেশনামূলক ওয়ার্কশপ করতে যাচ্ছে ই-ক্যাব ইয়ুথ ফোরাম!

0
yfw

দেশের ই-কমার্স খাত সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে এ ব্যবসা এখন বেশ জনপ্রিয়। ব্যস্ততা যতো বাড়ছে ততোই জনপ্রিয় হচ্ছে ই-কমার্স। দৈনন্দিন প্রয়োজন মেটাতে মাধ্যমটি এখন আর শখের পর্যায়ে নেই, ধীরে ধীরে জীবনযাত্রার সঙ্গে মিশে যাচ্ছে।

বর্তমানের তরুণ প্রজন্মকে ই-কমার্স দিয়েছে স্বাবলম্বী ও বেকারত্বমুক্ত বাংলাদেশের নতুন প্রেক্ষাপট রচনার সুযোগ। ই-কমার্স প্রযুক্তিনির্ভর উপায়ে তরুণদের সামনে খুলে দিয়েছে অফুরন্ত কাজের সুযোগ। এখন তরুণদের অনেকেই ই-কমার্সের মধ্যে ভবিষ্যৎ অর্থনীতির সম্ভাবনা খোঁজার চেষ্টা করছেন। এ কারণে তরুণ প্রজন্মের অনেকে স্বাধীন পেশা হিসেবে বেছে নিচ্ছেন অনলাইন মাধ্যম কে।

গত কয়েক বছরে তরুণ উদ্যোক্তাদের হাত ধরে দেশে অনলাইনভিত্তিক ই-কমার্স ব্যবসার বিশাল একটি বাজার গড়ে উঠেছে। উদ্যোক্তার পাশাপাশি এ খাতের ক্রেতাদের সিংহভাগই তরুণ প্রজন্মের। তারুণ্যের উদ্যমে সম্ভাবনার পথে এগোচ্ছে ই-কমার্স।

আরও পড়ুনঃ ই-ক্যাব ইয়ুথ ফোরাম’র ৪র্থ মিটিং অনুষ্ঠিত

এ তাড়না থেকেই তরুণরা প্রতিনিয়ত যুক্ত হচ্ছে ই-কমার্স ব্যবসার সাথে কিংবা তাদের লক্ষ্য স্থির করছে কিভাবে এর সাথে সম্পৃক্ত হওয়া যায়। অনেকক্ষেত্রেই তারা সঠিক দিক নির্দেশনার অভাবে শুরু করতে পারছে না।

সে লক্ষ্যেই ই-কমার্স ব্যবসা শুরু করার জন্য এর বিভিন্ন দিকগুলো নিয়ে আগামী ২৮ জানুয়ারী ‘ই-ক্যাব ইয়ুথ ফোরাম’ আয়োজন করছে “How To Start E-Commerce Business” শিরোনামে এক কর্মশালা।

বিস্তারিত জানতে চোখ রাখুন ‘ই-ক্যাব ইয়ুথ ফোরাম’ ফেইসবুক গ্রুপে।

গ্রুপ লিংক – https://www.facebook.com/groups/761254873927726

উদ্যোক্তাদের কাছে গ্লোবাল প্রোডাক্ট পৌঁছে দিতে স্কাইবাই ও স্টেডফাস্ট কুরিয়ারের মাঝে দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন

Previous article

পাকিস্তানে তেল ও গ্যাস বিক্রি করবে রাশিয়া

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *