ই-কমার্স

আসন্ন ই-ক্যাব নির্বাচনে পরীক্ষিতদের উপর আস্থা রাখতে চান ভোটাররা

0
e5

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তথা ই-ক্যাবের ২০২২-২৪ দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ১১ মে থেকে শুরু হয়েছে প্রার্থীতা মনোনয়ন পত্র সংগ্রহ কার্যক্রম। চলবে আগামী ১৮ মে দুপুর ২টা পর্যন্ত। সেদিন বিকেলেই ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরই মধ্যে নির্বাচনে অংশ নিতে ৯ পদের বিপরীতে বৃহস্পতিবার পর্যন্ত ১৯ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

শনিবার রাতে গুলশানে ই-ক্যাব ভোটারদের নিয়ে এক মনোরম আড্ডা অনুষ্ঠিত হয়। ই-ক্যাব সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে সদস্যদের এই আড্ডা সঞ্চালনা করেন সধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল। আড্ডায় অংশ নেয়া অর্ধ শতাধিক ভোটারের সবাই নির্বাচনকে সামনে রেখে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। একই সঙ্গে যারাই এই ভোট নিয়ে কাঁদা ছোড়াছুড়ি করবে তাদেরকে বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়।

ই-ক্যাব নির্বাচনে পরীক্ষিতদের মাধ্যমেই যেনো ই-কমার্স ইন্ডাস্ট্রির শক্ত একটি ভীত প্রতিষ্ঠিত হয়, আগামী নেতৃত্বের কাছে সেই প্রত্যাশা করেন আড্ডায় উপস্থিত ভোটাররা। তাদের বক্তব্য অনুযায়ী, ই-ক্যাব সঠিক পথেই আছে। যোগ্য নেতৃত্বের কারণেই মহামারিতে জরুরী সেবা হিসেবে স্বীকৃতি এবং লকডাউনেও ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে দিয়ে জাতীয় প্রয়োজন মেটানোর পাশাপাশি ই-কমার্স খাতের প্রবৃদ্ধিতে দারুণ ভূমিকা রেখেছে বর্তমান নেতৃত্ব। তাই নতুন করে পথ চলার চেয়ে ইফিসিয়েন্সি অ্যান্ড এনার্জি (ই২) মডেলে শমী-তমালের নেতৃত্বে ই-ক্যাব সবাইকে নিয়েই সামনে এগিয়ে যাবে বলে আশা ব্যাক্ত করেন তারা।

আড্ডায় সম্মানিত অতিথি ভোটার হিসেবে বক্তব্য রাখেন ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’ এর উদ্যোক্তা ইকবাল বাহার এবং ‘বাক্কো’ সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন। পরিশেষে ই-ক্যাবিয়ানদের মতামতের ভিত্তিতে নতুন প্যানেল ঘোষণা এবং ইশতেহার দেয়ার লক্ষ্যে কেক কেটে আড্ডার পরিসমাপ্তি ঘটে।

পা ফাটার সমস্যা দ্রুত কমবে ৩ টি উপায়ে

Previous article

পাঁচ বিলিয়ন ডলার ও দশ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি অগ্রগামী প্যানেলের

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *