স্বাস্থ্য

উচ্চ রক্তচাপ বাড়ায় হার্ট অ্যাটাকের ঝুঁকি!

0
h1

দিন দিন বাড়ছে উচ্চ রক্তচাপের রোগীর সংখ্যা। উচ্চ রক্তচাপের অন্যতম কারণ হলো মানসিক চাপ। এছাড়াও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, নিয়মহীন জীবনযাপনও উচ্চ রক্তচাপের নেপথ্যে রয়েছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখলে স্ট্রোক বা হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার সর্বোত্তম উপায় হলো রোজকার খাওয়াদাওয়ায় কিছুটা বদল আনা।

কম চর্বিযুক্ত খাবার, ফলমূল, শাকসবজি বেশি করে খাওয়া জরুরি। জীবনযাপনের সবধরন না পাল্টাতে পারলেও কিছু নিয়ম মেনে চলতেই হয়। পর্যাপ্ত ঘুম, যতোটা সম্ভব কম মানসিক চাপ নেয়া, নিয়মমাফিক খাওয়াদাওয়া করা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এই অভ্যাসগুলো বজায় রাখা প্রয়োজন। চিকিৎসকরা বলছেন, বেশ কিছু খাবার রয়েছে যা উচ্চ রক্তচাপের আশঙ্কাকে কমিয়ে দিতে পারে।

পটাশিয়াম সমৃদ্ধ খাবার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সবচেয়ে বেশি উপকারী। পটাশিয়াম হলো সেই উপাদান যা শরীরের সোডিয়ামের পরিমাণ হ্রাস করে। আমেরিকায় প্রতি ঘরে ঘরে এক জন উচ্চ রক্তচাপের রোগী আছেন। গবেষণা বলছে, এর অন্যতম কারণ সোডিয়াম বেশি আর পটাশিয়াম কম খাওয়ার অভ্যাস। সোডিয়াম ও পটাশিয়ামের অনুপাত ঠিক না থাকায়, উচ্চ রক্তচাপের আশঙ্কা বাড়তে থাকে ক্রমশ।

আরও পড়ুন: চুল পড়া ‘লং কোভিড’-এর লক্ষণ!

প্রতিদিনের জীবনে চিকিৎসকের পরামর্শ মতো নিয়ম মেনে চলার পাশাপাশি খাওয়াদাওয়ার ব্যাপারেও বাড়তি নজর দেওয়া জরুরি। উচ্চ রক্তচাপ থাকলে রোজ খাদ্যতালিকায় অবশ্যই রাখতে হবে পটাশিয়াম সমৃদ্ধ খাবার। পটাশিয়ামের পরিমাণ বেশি এমন ফল, শাকসবজি, কম ফ্যাটযুক্ত দুগ্ধজাত খাবার প্রতিদিন পাতে রাখুন।

যেসব খাবারে মিলবে ভরপুর পটাশিয়াম

পালংশাক, মিষ্টি আলু, টম্যাটো, বিট, মুলা, সয়াবিন, মুগ ডাল, দুধ, দই, নাসপাতি, পেঁপে, অ্যাভোকাডো, পেস্তা, কিশমিশ, মাছ উচ্চ রক্তচাপের মাত্রা স্বাভাবিক রাখতে এই খাবারগুলো খাওয়া জরুরি বলে মনে করেন চিকিৎসকরা।

নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী

Previous article

রাশিয়াকে বিচারের আওতায় আনার দাবি জানালেন জেলেনস্কি

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *