উদ্যোক্তার গল্পদেশি উদ্যোক্তামতামত উদ্যোক্তাদের মানসিক চাপ কমাতে কার্যকর পমোডোরো টেকনিক : এলিন মাহবুব By নিজস্ব প্রতিবেদক July 10, 20252 ShareTweet 2 “ আপনি যখন নিজেকে হাল ছেড়ে দিতে বলবেন, তখন আপনার ভবিষ্যৎ আপনাকে বলবে — আরেকটু অপেক্ষা করো।” এই কথাটিই যেন প্রতিফলিত হয় প্রতিটি উদ্যোক্তার জীবনের গভীর লড়াইয়ে। উদ্যোক্তা হওয়া মানে শুধু ব্যবসা গড়ে তোলা নয়, বরং প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া, ব্যর্থতা মেনে নিয়ে আবার ঘুরে দাঁড়ানো। আর এই পুরো যাত্রায় সময় ব্যবস্থাপনা একেবারেই অবিচ্ছেদ্য একটি অংশ। এখানেই পমোডোরো টেকনিক হয়ে উঠতে পারে উদ্যোক্তাদের জন্য এক অনন্য সহচর। পমোডোরো টেকনিক সময় ব্যবস্থাপনার বিজ্ঞানসম্মত কৌশল: পমোডোরো টেকনিকটি আবিষ্কার করেন ফ্রান্সেস্কো সিরিলো ১৯৮০ এর দশকে। এটি একটি সরল অথচ অত্যন্ত কার্যকর সময় ব্যবস্থাপনার পদ্ধতি যেখানে কাজকে ২৫ মিনিটের ব্লকে ভাগ করা হয় — প্রতিটি ব্লককে বলা হয় একটি পমোডোরো। প্রতিটি পমোডোরো এর পরে থাকে ৫ মিনিটের বিরতি এবং চারটি পমোডোরো শেষ হলে একটি বড় বিরতি (১৫-৩০মিনিট)। এই কৌশলটি মানুষের মনোযোগ ধরে রাখে, ক্লান্তি কমায় এবং উৎপাদনশীলতা বাড়ায়। একটি সাধারণ পমোডোরো চক্র এমন হয়: ১. কাজের লক্ষ্য নির্ধারণ ২. ২৫ মিনিট একনাগাড়ে কাজ ৩. ৫ মিনিট বিশ্রাম ৪. প্রতি চারটি পমোডোরো শেষে ১৫-৩০ মিনিটের বিশ্রাম উদ্যোক্তার প্রতিটি দিন একটি নতুন চ্যালেঞ্জ: একজন উদ্যোক্তার দিন কখনো সরল ভাবে চলে না। কখনো বিনিয়োগকারীর মিটিং বা কখনো প্রোডাক্ট ডেলিভারির সমস্যা এর মাঝে থাকে মেটাতে না পারা ডেডলাইন, ঘুমের অভাব এবং অপরাধবোধ। কাজেই একজন উদ্যোক্তার জন্য ফোকাস ধরে রাখা, স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা করা এবং কার্যকর সময় ব্যবস্থাপনা করা সত্যিই দুঃসাধ্য। এই কারণেই পমোডোরো টেকনিক উদ্যোক্তাদের জন্য হতে পারে একটি লাইফলাইন। ২৫ মিনিটের এই ব্লকগুলো উদ্যোক্তাদের দেয় ফোকাস, বিশ্রামের সুযোগ এবং ‘মাইক্রো অ্যাচিভমেন্ট’-এর আনন্দ—যা তাদের মানসিক চাপ কমায় এবং আত্মবিশ্বাস বাড়ায়। পমোডোরো কেন কার্যকর উদ্যোক্তাদের জন্যঃ ১) প্রস্তুত করে ছোট লক্ষ্যে ফোকাস করতে উদ্যোক্তারা প্রায়শই বড় চিত্রে এতটাই মগ্ন থাকেন যে ছোট ছোট কাজগুলো পেছনে পড়ে যায়। পমোডোরো সেই ছোট কাজগুলোকে গুরুত্ব দেয়। আরও পড়ুনঃ ভেঙে পড়া জীবনের মাঝেও ঘুরে দাঁড়াবার গল্প, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পথচলা : এলিন মাহবুব ২) আপনার প্রোডাক্টিভিটি বুঝতে সহায়তা করে ২৫ মিনিটের প্রতিটি ব্লক শেষ হলে একজন উদ্যোক্তা দেখতে পান, কী কাজ হয়েছে এবং কী বাকি আছে। ৩) বিরতি নেওয়ার সুযোগ তৈরি করে উদ্যোক্তারা প্রায়ই ঘণ্টার পর ঘণ্টা একটানা কাজ করে যান, কোনো বিরতি না নিয়েই। এ অভ্যাসের ফলে শারীরিক ও মানসিক ক্লান্তি, এমনকি বার্নআউটের ঝুঁকি তৈরি হয়। পমোডোরো টেকনিক এই সমস্যার একটি কার্যকর সমাধান। এতে প্রতি ২৫ মিনিট কাজের পর ৫ মিনিট বিরতি নেওয়ার সুযোগ থাকে, যা মন ও শরীরকে রিফ্রেশ করতে সাহায্য করে। নির্দিষ্ট বিরতির এই রুটিন দীর্ঘ সময় ধরে ফোকাস বজায় রাখতে এবং কাজের মান উন্নত করতে সহায়ক। ৪) মানসিক চাপ কমায় পোমোডোরো টেকনিক মানসিক চাপ কমাতে দারুণভাবে সাহায্য করে। এই পদ্ধতিতে ২৫ মিনিট মনোযোগ দিয়ে কাজ করা হয়, তারপর ৫ মিনিটের একটি ছোট বিরতি নেওয়া হয়। এইভাবে মস্তিষ্ক নিয়মিত বিশ্রাম পায়, ফলে কাজের প্রতি বিরক্তি বা ক্লান্তি কমে যায়। ছোট ছোট সময় ভাগ করে কাজ করলে বড় কাজও সহজ মনে হয় এবং চাপ কম অনুভূত হয়। নিয়মিত বিরতির ফলে মানসিক প্রশান্তি আসে এবং কাজের গতি ধরে রাখে। উদ্যোক্তাদের সংগ্রাম ও সময়ের যুদ্ধ: পমোডোরো শুধু একটা টাইম টুল নয়; এটি এক ধরনের মনোভাব। উদ্যোক্তারা প্রতিদিন লড়ছেন অর্থনৈতিক অনিশ্চয়তা, সামাজিক চাপ, আত্মবিশ্বাসের অভাব এবং মাঝে মাঝে ব্যর্থতার সাথে। এই পথ চলায় সময়ই একমাত্র পুঁজি। একজন উদ্যোক্তা যদি তার প্রতিটি পমোডোরো ব্লককে সঠিকভাবে কাজে লাগাতে পারে, তবে সে তার ভবিষ্যৎকে আজ থেকেই নির্মাণ করতে পারে। বিখ্যাত উদ্যোক্তা এলন মাস্ক, জ্যাক মা কিংবা আমাদের দেশের কিছু স্বনামধন্য স্টার্টআপ প্রতিষ্ঠাতার গল্পে বারবার উঠে এসেছে সময় ব্যবস্থাপনার গুরুত্ব। শুধু আইডিয়া থাকলেই হয় না—সেই আইডিয়াকে সময়মতো, ধাপে ধাপে, ধৈর্য নিয়ে বাস্তবায়ন করাই একজন উদ্যোক্তার আসল শক্তি। উন্নতির পথে পমোডোরো হতে পারে আপনার নির্ভরযোগ্য সঙ্গী: আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন, কিংবা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন—তবে মনে রাখবেন, একেকটি পমোডোরো হলো আপনার ভবিষ্যৎকে গড়ে তোলার একেকটি ইট। আপনার প্রতিদিনের ছোট ছোট ফোকাসড মুহূর্তই একদিন আপনাকে নিয়ে যাবে সেই বড় স্বপ্নের দিকে। ২৫ মিনিটের একটি ঘড়ি বদলে দিতে পারে আপনার জীবন। আপনার স্বপ্নে আলো আনুক প্রতিটি পমোডোরো। এলিন মাহবুব ফিচার রাইটার উদ্যোক্তা জার্নাল
ডিজিটাল প্ল্যাটফর্ম নারী উদ্যোক্তাদের জন্য আশীর্বাদ, কিন্তু অনলাইন হ্যারাসমেন্ট বাঁধা কেন : এলিন মাহবুব 56 minutes ago0
ভাইরাল কেক পট্টির আড়ালে লুকানো স্বাস্থ্যঝুঁকি, নজর দিতে হবে ক্রেতা ও উদ্যোক্তা দুই পক্ষকে : এলিন মাহবুব November 6, 20251
নারী উদ্যোক্তার প্রকাশ্য উপস্থিতি : অর্থনীতির বাইরে এক সামাজিক বিপ্লব – জয়া মাহবুব November 3, 2025232 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231908 views