উদ্যোক্তার গল্পদেশি উদ্যোক্তা উদ্যোক্তার সকাল : সফলতার সূর্যোদয় এখান থেকেই – জয়া মাহবুব By নিজস্ব প্রতিবেদক October 29, 20251 ShareTweet 1 সকাল—এ এক জাদুকর সময়। পৃথিবী তখন নরম আলোয় জেগে ওঠে, আর মন প্রস্তুত হয় নতুন শুরু করার জন্য। একজন উদ্যোক্তার কাছে সকাল কেবল সময় নয়—এটা আত্মনিয়ন্ত্রণ, মানসিক স্বচ্ছতা, আর ভবিষ্যতের প্রতি এক নীরব প্রতিজ্ঞা। সফল উদ্যোক্তারা জানেন, দিন জয় করতে হলে আগে সকাল জয় করতে হয়। তাই তারা দিনের প্রথম কয়েক ঘণ্টাকে গড়ে তোলেন নিজের সবচেয়ে মূল্যবান সময় হিসেবে। ভোরের নীরবতায় জন্ম নেয় ভাবনার শক্তি ভোরবেলা পৃথিবী যখন শান্ত, তখনই মন হয়ে ওঠে সবচেয়ে স্পষ্ট। এই নীরব সময়েই উদ্যোক্তারা ভাবেন এবং ভবিষ্যতের পরিকল্পনা করেন। অ্যাপলের সিইও টিম কুক প্রতিদিন সকাল ৩:৪৫ মিনিটে ঘুম থেকে ওঠেন। তিনি দিনের প্রথম ঘণ্টাগুলো ব্যবহার করেন ইমেইল পড়া, ব্যায়াম ও মেডিটেশন করার মাধ্যমে। ছোট ছোট অভ্যাসে বড় সাফল্য সফল উদ্যোক্তাদের সকাল সাধারণত চারটি জিনিসে গঠিত— ব্যায়াম: শরীরের সঙ্গে মনও সক্রিয় হয়ে ওঠে। কৃতজ্ঞতা প্রকাশ: মানসিক ভারসাম্য তৈরি করে। পুষ্টিকর নাস্তা: শরীরে দেয় স্থিতিশীল শক্তি। দিনের অগ্রাধিকার নির্ধারণ: সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের দিকেই মনোযোগ। বিশ্বজুড়ে অনেক সফল উদ্যোক্তার মতো, ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসনের সকালও হয় শৃঙ্খলাপূর্ণ। বলা হয়ে থাকে, তিনি সকালে ব্যায়াম ও পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দিন শুরু করেন। তাঁর অভ্যাস প্রমাণ করে, সফলতা শুধু কাজের দক্ষতায় নয়, জীবনের ভারসাম্য বজায় রাখাতেও নিহিত। আরও পড়ুনঃ স্বচ্ছ চিন্তায় গড়ে তুলুন সহজ ও শান্ত জীবন : জয়া মাহবুব ২০১৪ সালের এক ব্লগ পোস্টে তিনি লিখেছিলেন, “ভোরে উঠে কাজ শুরু করলে দিনটা নিজের নিয়ন্ত্রণে আনা যায়, পরিকল্পনা করা সহজ হয়।” ২০১৭ সালের আরেক পোস্টে তিনি আবারো নিজের সকালের রুটিন সম্পর্কে বলেন,”আমি ভোরে উঠতে ভালোবাসি, কারণ এতে দুনিয়ার বেশিরভাগ মানুষ অনলাইনে আসার আগেই আমি আমার ইমেইল গুলো সেরে নিতে পারি।” এই অভ্যাসগুলিই তাকে একাধিক কোম্পানি চালানোর চাপের মাঝেও শান্ত থাকতে সাহায্য করে। সকালের শুরু: সিদ্ধান্তের সেরা মুহূর্ত গবেষণায় দেখা যায়, মানুষের মস্তিষ্ক সকালবেলাই সবচেয়ে সতেজ থাকে। উদ্যোক্তারা তাই এই সময়টাকে ব্যবহার করেন জটিল সিদ্ধান্ত নেওয়ার জন্য। ব্যালেন্স দা গ্রাইন্ড এক প্রতিবেদনে বলা হয়েছে, মাস্ক সকাল সাতটায় ঘুম থেকে উঠে প্রায় আধা ঘন্টা ইমেইলে ব্যস্ত থাকেন। আবার সিইওটুডের তথ্য মতে, গোসলের পর তিনি সরাসরি ইঞ্জিনিয়ারিং মিটিংয়ে অংশ নেন। ইলন মাস্কের মত সফল ব্যক্তি দিনের প্রথম ভাগকে বেছে নিয়েছেন কঠিন কাজগুলো সারার জন্য। রুটিনে ফ্লেক্সিবিলিটি তবে একজন উদ্যোক্তার সকাল কখনোই নিখুঁত থাকে না। হঠাৎ ফোন, জরুরি মিটিং বা নতুন চ্যালেঞ্জ তার রুটিন ভেঙে দিতে পারে। কিন্তু সফল উদ্যোক্তা জানেন—পরিকল্পনা ভাঙা মানে ব্যর্থতা নয়, বরং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ। যেকোনো রুটিনে ফ্লেক্সিবিলিটি তৈরি করতে পারাটাই তাদের সবচেয়ে বড় শক্তি। সকাল শুরু করুন প্রোডাক্টিভিটি দিয়ে, সাফল্য নিজেই আসবে প্রতিটি মানুষের সকাল আলাদা। কেউ খুব ভোরে ওঠেন, কেউ একটু দেরিতে। কিন্তু মূল কথাটি এক—সকালকে নিজের মতো করে অর্থবহ করে তোলা। শরীর, মন ও লক্ষ্য—এই তিনের ভারসাম্য তৈরি হয় সকালের মধ্য দিয়েই। সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনের মাধ্যমে দিন শুরু করার পরিবর্তে প্রতিদিনের শুরুটা যদি হয় চিন্তা, কৃতজ্ঞতা ও পরিকল্পনায় ভরা, তবে সাফল্য কেবল সময়ের অপেক্ষা। একজন উদ্যোক্তার কাছে সকাল কোনো রুটিন নয়—এটাই তার জীবনের দিকনির্দেশনা, তার সাফল্যের সূর্যোদয়। জয়া মাহবুব
ডিজিটাল প্ল্যাটফর্ম নারী উদ্যোক্তাদের জন্য আশীর্বাদ, কিন্তু অনলাইন হ্যারাসমেন্ট বাঁধা কেন : এলিন মাহবুব 29 minutes ago0
ভাইরাল কেক পট্টির আড়ালে লুকানো স্বাস্থ্যঝুঁকি, নজর দিতে হবে ক্রেতা ও উদ্যোক্তা দুই পক্ষকে : এলিন মাহবুব November 6, 20251
নারী উদ্যোক্তার প্রকাশ্য উপস্থিতি : অর্থনীতির বাইরে এক সামাজিক বিপ্লব – জয়া মাহবুব November 3, 2025232 views
ডিজিটাল বনাম ট্র্যাডিশনাল মার্কেটিং, উদ্যোক্তাদের জন্য কোনটা বেশি কার্যকর : এলিন মাহবুব October 8, 2025102 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231908 views