উদ্যোক্তা প্রশিক্ষণউদ্যোক্তা সংগঠনউদ্যোক্তার গল্পদেশি উদ্যোক্তা

উদ্যোক্তা মেলার পুরান ঢাকা মিটআপ সম্পন্ন

1
316046714 1173253646653415 8212255019155904876 n

১৮ নভেম্বর (শুক্রবার) রাজধানীর ওয়ারীতে অনুষ্ঠিত হলো ফেইসবুক ভিত্তিক গ্রুপ ‘উদ্যোক্তা মেলা’র উদ্যোক্তাদের অংশগ্রহণে মিলনমেলা। এদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত ছিলো।

উদ্যোক্তা মেলার সিন্ধু নিগার বলেন, “আমাদের মিলনমেলার মূল উদ্দেশ্য হলো সব উদ্যোক্তা তাদের পরিবার-পরিজনকে নিয়ে এক জায়গায় একত্রিত হয়ে কিছুটা আনন্দময় সময় কাটানো। পাশাপাশি যার যার পণ্যসহ এক সাথে বসে নিজেদের উদ্যোগ কে সামনে কীভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে সম্পর্কে আলোচনা করা।”

312217595 845448016787563 1812807478365231177 n

এই মিলনমেলায় গিফট স্পন্সর ছিলেন তনিমা হোসাইনের প্রচ্ছদ, মোজাম্মেল সাজনের মনা শপ, অনন্যা আজরিনের পদ্মচূড়া, সোনিয়া গাজীর এফএস গ্যালারী আর সিন্ধু নীগারের সিন্ধু। এছাড়াও কিডস স্পন্সর ছিলো রাবেয়া ইমার কিড্ডোরেবল আর কেক স্পন্সর ছিলো কাজী তানজিমা লাবনীর দ্যা বেকিং লাউঞ্জ

আরও পড়ুনঃ নিজ দক্ষতায় উদ্যোগ শুরু করা কনিকা আজ সফল উদ্যোক্তা

এছাড়া মিলনমেলায় অংশ নিয়েছিলেন রেড বাটন, শখের কাজ, মুনমুন ফুড কর্ণার, আরন্য, ক্ষুদ্র, সেলাই বুটিক, অনিন্দিতা’স এট্যায়ার, মাধবী ফ্যাশন, প্রজাপতি রঙসহ বিভিন্ন উদ্যোগের উদ্যোক্তারা।

মেলায় নারী উদ্যোক্তারা তাদের বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন। শাড়ি, কামিজ, থ্রিপিস, পর্দা, কুশন কভার, বাচ্চাদের খেলনা, পাঞ্জাবি, কসমেটিকস, জুয়েলারি এবং হাতে তৈরি নানারকম পণ্য নিয়ে মিলনমেলায় অংশগ্রহণ করেছেন তারা।

সয়াবিন তেল ও চিনির দাম ফের বাড়লো

Previous article

প্রাণবন্ত আড্ডায় অনুষ্ঠিত হলো ই-ক্যাব ইয়ুথ ফোরাম মিটআপ-২০২২

Next article

You may also like

1 Comment

  1. প্রিয় উদ্যোক্তা মেলা

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *