আন্তর্জাতিকখবর

উন্নয়নশীল দেশগুলোকে বিনামূল্যে সার দিতে চায় রাশিয়া

1
উন্নয়নশীল দেশগুলোকে বিনামূল্যে সার দিতে চায় রাশিয়া

ইউরোপের বন্দরগুলোতে আটকা পড়ে থাকা রাশিয়ার সার বিনামূল্যে উন্নয়নশীল দেশগুলোকে দিয়ে দেওয়ার জন্য রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার উজবেকিস্তানের রাজধানী সমরখন্দে ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন’ (এসসিও)-এর শীর্ষ সম্মেলন পুতিন একথা বলেন। নিষেধাজ্ঞার কারণে ইউরোপের বন্দরগুলোতে রাশিয়ার ৩ লাখ টনেরও বেশি সার আটকা পড়ে আছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ইউক্রেনকে ৬০ কোটি ডলার সামরিক সহায়তা দেবে হোয়াইট হাউস

উজবেকিস্তানের রাজধানী সমরখন্দে ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন’ (এসসিও)-এর শীর্ষ সম্মেলন পুতিন বলেন, ইউরোপ শুধু ‘আংশিকভাবে’ নিষেধাজ্ঞা শিথিল করেছে। ইইউ শুধু তাদের সদস্যদের জন্য নিষেধাজ্ঞা তুলে নিয়ে ‘স্বার্থপরের’ মতো আচরণ করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

এসওসির নেতাদের সম্মেলনে পুতিন বলেন, “শুধু তারা আমাদের সার কিনতে পারবে। কিন্তু উন্নয়নশীল বিশ্ব ও গরিব দেশগুলোর কী হবে?”

পুতিন বলেছেন, বর্তমানে ইউরোপের বন্দরগুলোতে রাশিয়ার ৩ লাখ টনেরও বেশি সার পড়ে আছে আর নিষেধাজ্ঞা যখন তুলে নেওয়া হবে মস্কো সেগুলো বিনামূল্যে উন্নয়নশীল বিশ্বে পাঠানোর জন্য প্রস্তুত আছে।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

Previous article

গাইবান্ধার প্রত্যন্ত গ্রামে ব্রডব্যান্ড সেবা দিচ্ছেন উদ্যোক্তা পিতা-পুত্র

Next article

You may also like

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *