খেলা

এএইচএফ কাপ হকিতে ওমান-সিঙ্গাপুর-বাংলাদেশ একই গ্রুপে

0
bngh

এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে ওমান-সিঙ্গাপুরের গ্রুপে পড়েছে বাংলাদেশ। আগামী ১১ থেকে ২০ মার্চ পর্যন্ত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের খেলা। আসরের ‘বি’ গ্রুপে বাংলাদেশ,ওমান ও সিঙ্গাপুরের সঙ্গে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া ও ইরান। ‘এ’ গ্রুপে জায়গা পেয়েছে চীন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, উজবেকিস্তান ও কাজাখস্তান।

১১ মার্চ সিঙ্গাপুর ও ইরানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এএইচএফ কাপ টুর্নামেন্টে। এই দিন আরেক ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া। অংশগ্রহণকারী দশটি দলই চাইবে নিজেদের সেরা ঢেলে দিয়ে এএইচএফ কাপে সাফল্য পেয়ে এশিয়ার সেরা টুর্নামেন্টে জায়গা করে নিতে। এএইচএফ কাপ থেকে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয়স্থান অর্জনকারী দল খেলবে এশিয়া কাপে।

জাকার্তার টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দল ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে। রাজধানীর অদূরে সাভারের জিরানীস্থ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অনুশীলন ক্যাম্পে বর্তমানে নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন রাসেল মাহমুদ জিমিরা। জাতীয় দলের মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির অধীনে বিকেএসপিতে এখন নিবিড় অনুশীলনে মগ্ন তারা।

বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) ক্যাম্পের জন্য ২৮ জন খেলোয়াড় ডাকলেও দুজন যোগ দিতে পারেননি। ফলে ২৬ জনকে নিয়ে কোচ গোবিনাথন দলের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। ইন্দোনেশিয়া রওনা হওয়ার এক সপ্তাহ আগে চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি। বাহফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ মঙ্গলবার জানান ৬ অথবা ৭ মার্চ জাতীয় দল জাকার্তার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। সেখানে পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জিমি-আশরাফুলরা।

তিনি বলেন, আমাদের প্রস্তুতি ভালো। মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির অধীনে প্রস্তুত হচ্ছেন খেলোয়াড়রা। টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার আশা আমাদের। লক্ষ্যপূরণে খেলোয়াড়রা ঐক্যবদ্ধ হয়েই প্রস্তুতি নিচ্ছেন। দল নিয়ে আমি আশাবাদি।

মালদ্বীপ ও মঙ্গোলিয়া কে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ

Previous article

বেডশিট বিক্রি করে স্বাবলম্বী সোনিয়া আফরোজ স্মৃতি

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খেলা