তথ্য ও প্রযুক্তি

একসাথে চারটি ফোনে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ

1
whtsapp

একটি ফোন নম্বর দিয়ে চারটি ফোনে হোয়াটসঅ্যাপ লগইন করা যাবে। অর্থাৎ যে নম্বরটি দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, সেই একই নম্বর ব্যবহার করে আপনি এখন আরো একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ লিংক করতে পারবেন।

মেটার প্রধান মার্ক জাকারবার্গ এই ফিচার সম্পর্কে ফেসবুকে জানিয়েছেন। সম্প্রতি মেটা একটি নতুন আপডেট রিলিজ করেছে। এই আপডেটে ব্যবহারকারীরা চারটি স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন। এতোদিন একই নম্বর দিয়ে একটি ফোন ও একটি কম্পিউটারে লগইন করা যেতো।

এই মাল্টি-ডিভাইস ফিচার নিয়ে অনেক দিন ধরেই কাজ করছে মেটার ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। এবার এই ফিচার বিশ্বের সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।

আরও পড়ুনঃ সূর্যের চেয়েও বিশাল কৃষ্ণগহ্বরের সন্ধান

যেভাবে কাজ করবে এই ফিচার

একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে যে চারটি ডিভাইস সংযুক্ত করা যাবে, তার প্রতিটিই স্বতন্ত্রভাবে কাজ করবে। প্রাইমারি ডিভাইস তথা যে ফোন বা ল্যাপটপ থেকে আপনি অন্যান্য ডিভাইসগুলোতে হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস নেবেন, তাতে নেটওয়ার্ক অ্যাক্সেস না থাকলেও তিনি মেসেজ পাবেন।

এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে। তা হলো, প্রাইমারি ডিভাইসটি যদি দীর্ঘ সময়ের জন্য নিষ্ক্রিয় থাকে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে প্রতিটা ডিভাইস থেকে এক এক করে হোয়াটসঅ্যাপ লগ আউট হয়ে যাবে।

সূর্যের চেয়েও বিশাল কৃষ্ণগহ্বরের সন্ধান

Previous article

খুব ধীরগতিতে কমছে বাল্য বিয়ের সংখ্যা : ইউনিসেফ

Next article

You may also like

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *