খেলা

ওডিআই র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে ওঠার সুযোগ বাংলাদেশের

0
2934435 Bangladesh National Mens Cricket Teambngcr

আগামীকাল (২৩ ফেব্রুয়ারি) থেকে চট্টগ্রামের মাটিতে শুরু হওয়া তিন ম্যাচের সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলেই আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের ষষ্ঠস্থানে উঠবে বাংলাদেশ।

বর্তমানে ৯১ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের সপ্তমস্থানে রয়েছে বাংলাদেশ। ৯৩ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তান। পাকিস্তানের সাথে বাংলাদেশের রেটিং ব্যবধান ২। আফগানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে, বাংলাদেশের রেটিং হবে ৯৪। তখন পাকিস্তান সরিয়ে ষষ্ঠ স্থানে উঠবে টাইগাররা।

আর সিরিজে হোয়াইটওয়াশ হলেও র‌্যাংকিংয়ের দশমস্থানেই থাকবে আফগানিস্তান। তবে ৩ রেটিং হারাবে তারা। বর্তমানে ৬৭ রেটিং নিয়ে দশমস্থানে রয়েছে আফগানরা। সিরিজ ২-১ ব্যবধানে জিতলে সপ্তমস্থানেই থাকবে বাংলাদেশ। রেটিংও ৯১ থাকবে।

অন্যদিকে ২-১ ব্যবধানে সিরিজ হারলে, ৮৮ রেটিং নিয়ে সপ্তমস্থানেই থাকবে বাংলাদেশ। আর আফগানদের কাছে হোয়াইটওয়াশ হলে, ৬ রেটিং হারাবে বাংলাদেশ। তখন ৮৫ রেটিং নিয়ে সপ্তমস্থানেই থাকবে তারা। এতে ৯ রেটিং বাড়বে আফগানদের। তবে দশমস্থানেই থাকতে হবে তাদের।

‘ক্যারেন জেকবসন’ জিপিএসের নেপথ্য কণ্ঠস্বর!

Previous article

জয় দিয়ে কোর্টে ফিরলেন জোকোভিচ

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খেলা