উদ্যোক্তার গল্পখবর ওষুধ লিমিটেড ও এসএএফই এর যৌথ উদ্যোগে কৃতি নারী সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন By নিজস্ব প্রতিবেদক March 16, 20230 ShareTweet 0 নারী মাত্রই আত্মপ্রত্যয়ী। কিন্তু সমাজে নারীরা অবহেলিত হয়ে এসেছে প্রতিনিয়ত। বর্তমানে এই ধারণাকে ভুল প্রমাণিত করে নারীরা পুরুষদের সাথে সমান তালে পা মিলিয়ে এগিয়ে যাচ্ছে। তারই ফলশ্রুতিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার (১৫ মার্চ) ওষুধ লিমিটেড এবং Sustainable Aid for Females (SAFe) যৌথভাবে ‘কৃতী নারী সম্মাননা ২০২৩’ অনুষ্ঠানের আয়োজন করে। এখানে নারীদের পাশাপাশি পুরুষরাও নিজেদের কথা তুলে ধরেছেন। একজন নারী ছাড়া যে পুরুষরা অনেকটাই অসফল সে কথাও উঠে এসেছে এই অনুষ্ঠানের মাধ্যমে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল কলেজ অব হোম ইকোনোমিকস এর অধ্যক্ষ নুরুন নাহার বেগম। যিনি তার কাজের জন্য ইতিমধ্যে বিশিষ্ট শিক্ষানুরাগী এবং নারী শিক্ষার প্রসারে বিশেষ অবদান রাখায় ক্যাম্পাস এবং এডুকেশন ওয়াচ কর্তৃক বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রাপ্ত হন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল শেখ সানি মোহাম্মদ তালহা। বর্তমানে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) এ সোসোলজি ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান হিসাবে কর্মরত আছেন। আরও পড়ুনঃ ই-কমার্স নিয়ে এবার অনলাইনে ওয়ার্কশপ করতে যাচ্ছে ‘ই-ক্যাব ইয়ুথ ফোরাম’ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য এ বছর ৯টি ক্যাটাগরিতে ১৭ জন নারীকে সম্মাননা দেয়া হয়। এরা হলেন- ১. অটিজম- ফারজানা আবেদীন ২. কর্পোরেট ম্যানেজমেন্ট- সামা কবির, তানিয়া কাদেরী তুলি ৩. কালচার- শিমুল পারভিন ৪. শিক্ষা- সেলিমা রওশান, রাবেয়া শামস, সেলিনা চৌধুরী ৫. উদ্যোক্তা- দিলরুবা তালহা, জেরিন খান, রওশন আরা, শান্তু হাসনাত ৬. ফিনান্সিয়াল কন্ট্রিবিউটর- শেফালী রহমান ৭. লিগ্যাল এইড- ইসরাত জাহান সান্তনা, সামিরা তারান্নুম ৮. অর্গানাইজার- রাবেয়া সুলতানা, শাহানা ফেরদৌস ৯. সমাজ সেবিকা- লাইলা সারওয়ার
ডিজিটাল প্ল্যাটফর্ম নারী উদ্যোক্তাদের জন্য আশীর্বাদ, কিন্তু অনলাইন হ্যারাসমেন্ট বাঁধা কেন : এলিন মাহবুব 16 hours ago0
ভাইরাল কেক পট্টির আড়ালে লুকানো স্বাস্থ্যঝুঁকি, নজর দিতে হবে ক্রেতা ও উদ্যোক্তা দুই পক্ষকে : এলিন মাহবুব November 6, 20251
নারী উদ্যোক্তার প্রকাশ্য উপস্থিতি : অর্থনীতির বাইরে এক সামাজিক বিপ্লব – জয়া মাহবুব November 3, 2025233 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231908 views