জাতীয়রাজনীতি

করোনা মুক্ত হলেন জিএম কাদের

0
images 3

ঢাকা, শুক্রবার, ২৮ জানুয়ারি- ২০২২।

করোনা মুক্ত হয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা মোহাম্মদ কাদের এমপি। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের আরটিপিসিআর- এ নমুনা দেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি। আজ শুক্রবার সকালে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে তাঁর।

চলমান জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিতে গেলো ১৫ জানুয়ারি সংসদের আরটিপিসিআর-এ নমুনা দেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। করোনা পরীক্ষায় তাঁর ফলাফল পজেটিভ আসে।

শুরু থেকেই জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাভাবিক ছিলেন। অটুট ছিলো তাঁর মনোবল। করোনার নেতিবাচক কোন উপসর্গ ছিলো না তার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত অসুধ গ্রহণ করেছেন। প্রয়োজনীয় সকল পরীক্ষার ফলাফল ভালো এসেছে তাঁর।

তাঁর সুস্থতা কামনায় দোয়া করার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টি এবং  অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করায় নেতা-কর্মীদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন তিনি।

গণমানুষের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন আইন এক অনন্য মাইলফলক:- ওবায়দুল কাদের

Previous article

বিশ্বের সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে বাংলাদেশ সপ্তম

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *