প্রবাস জীবন

কানাডায় অনুষ্ঠিত হলো রাজশাহী অঞ্চলের পিঠা উৎসব

0
pithau

উৎসবমুখর পরিবেশে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে কানাডার ক্যালগেরির হোয়াইটহর্ন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে রাজশাহী অঞ্চলের শীতকালীন পিঠা উৎসব। স্থানীয় সময় শনিবার (৪ মার্চ) দিনব্যাপী আয়োজনে ছিলো রাজশাহীর ঐতিহ্যবাহী পিঠাপুলি ও খাবারের পসরা। আঞ্চলভিত্তিক পিঠা পরিচিতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

নতুন প্রজন্মের কাছে হাজার বছরের আবহমান বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরাই ছিলো উৎসবের মূল লক্ষ্য।

আরও পড়ুনঃ ‘ফরিদপুরবাসী’দের আয়োজনে জাপানে পিঠা উৎসব

রঙিন আর বর্ণিল সাজে সজ্জিত হয়ে প্রবাসী বাঙালি গৃহিণীরা পরিবেশন করেন পাটিসাঁপটা, গোলাপ, নকশি, রসচিতাই, কুশলী, হৃদয় হরণ, বিস্কুট পিঠা, নারকেলের শাঁস কুসলি, দুধ কুশলি, পাকোন পিঠাসহ নানান ধরনের পিঠা।

এছাড়া বাংলার প্রকৃতির বৈচিত্র্যময় অবয়বে বাঙালিয়ানা সাজে সজ্জিত হয়েছিলো কমিউনিটি সেন্টার। নারী-পুরুষ আর শিশু-কিশোরদের পদচারণায় পুরো সেন্টার পরিণত হয়েছিলো এক খণ্ড বাংলাদেশে। পরে সাংস্কৃতিক পর্বে নাচ ও গান পরিবেশন করা হয়।

ময়মনসিংহে শতাধিক উন্নয়ন প্রকেল্পর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

Previous article

আন্তর্জাতিক স্টেশন অভিমুখে মহাকাশযান স্পেসএক্স ড্রাগনের যাত্রা

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *