খবরসারাদেশ

কাল অনুষ্ঠিত হচ্ছে ৫৭ জেলা পরিষদ নির্বাচন

0
জেলা পরিষদ নির্বাচন

কাল অনুষ্ঠিত হচ্ছে দেশের ৫৭ জেলা পরিষদ নির্বাচন। কেন্দ্রগুলোতে সকাল ৯টা থেকে টানা ২টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ চলবে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৭টি জেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ৯২ জন, সদস্য পদে এক হাজার ৪৮৫ জন ও সংরক্ষিত পদে ৬০৩ জন প্রার্থী।

এরই মধ্যে জেলা পরিষদ নির্বাচনে ২৬ জন চেয়ারম্যান, ১৮ জন নারী সদস্য এবং ৬৫ জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া, চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন আদালতের নির্দেশনায় স্থগিত করা হয়েছে।

ইসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিসিটিভি ও ইভিএম মেশিন যথাযথভাবে সচল রাখার স্বার্থে এবং ভোটাররা যাতে সুষ্ঠুভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারেন, সেজন্য ভোটকেন্দ্র সংশ্লিষ্ট উপজেলা সদরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এছাড়া প্রতিটি ভোটকক্ষে থাকবে সিসিটিভি। প্রতিটি কেন্দ্র ইসি কার্যালয়ের মনিটরিং সেল থেকে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে ইসি।

কমিশন জানিয়েছে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে জেলা পরিষদ নির্বাচন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আরো পড়ুন : আগামী ১৫ই অক্টোবর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সাথে ওয়ার্কশপ করবে ‘অন দ্যা ওয়ে’

বিচ্ছেদের গুঞ্জন নিয়ে দীপিকা যা বললেন

Previous article

আরব আমিরাত ৩ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর