খেলা

কিংবদন্তি কপিল দেবকে ছাড়িয়ে গেলেন অশ্বিন

0
kapil dev

টেস্ট উইকেট শিকারে স্বদেশী পেস কিংবদন্তী পেসার কপিল দেবকে ছাড়িয়ে গেলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। মোহালিতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে কপিল দেবের ৪৩৪ উইকটেকে ছাড়িয়ে যান তিনি। ম্যাচের তৃতীয় দিনে চারিথ আসালাঙ্কাকে ২০ রানে ফিরিয়ে দিয়ে ৪৩৫ উইকেটের নতুন মাইলফলকে পৌঁছান অফ স্পিনার অশ্বিন। মোট ৪৩৬ উইকেট নিয়ে তিনি টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীর স্থান দখল করেছেন। এই তালিকায় ৬১৯ উইকেট নিয়ে সবার উপড়ে আছেন স্পিন কিংবদন্তী অনিল কুম্বলে।

শুধু তাই নয়, ৩৫ বছর বয়সি অশ্বিন টপকে গেছেন ৪৩৩ উইকেট শিকারী লংকান স্পিনার রঙ্গনা হেরাথকেও। স্থান করে নিয়েছেন বিশ্বের শীর্ষ দশ টেস্ট উইকেট শিকারীর তালিকায়। ৮০০টি উইকেট নিয়ে এ তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলংকার মুত্তিয়া মুরালিধারন। ৭০৮ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সদ্য প্রয়াত অস্ট্রেলিয় কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন।

১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের নেতৃত্ব দেয়া কাপিল দেব ১৩১টি টেস্ট খেলার পর ১৯৯৪ সালে অবসর গ্রহন করেন। অবসরের আগে তিনি টপকে যান নিউজিল্যান্ডের পেসার রিচার্ড হ্যাডলিকে। ২০০০ সাল পর্যন্ত কপিলের দখলে ছিল সর্বাধিক টেস্ট উইকেট শিকারের রেকর্ডটি। ২০১১ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে অভিষিক্ত হওয়া অশ্বিনের ৮৫ টেস্টে বোলিং গড় ২৫ এর নিচে।

দ্বিতীয় হার বাংলাদেশ নারী ক্রিকেট দলের

Previous article

তৃতীয় স্থান নিশ্চিত করলো বার্সেলোনা

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খেলা