খবরজাতীয়

কীভাবে হবে অমর একুশে গ্রন্থমেলার আয়োজন?

0
news 286319 1 709x350 1

করোনার নতুন ধরন ‘ওমিক্রন’-এর সংক্রমণ বাড়ার আশঙ্কায় জনসমাগম সীমিত করে মন্ত্রিপরিষদ বিভাগ বেশকিছু বিধিনিষেধ আরোপ মধ্যে কীভাবে অমর একুশে গ্রন্থমেলা আয়োজন করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত আজ।

বইমেলার আয়োজক বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা জানিয়েছেন, বিদ্যমান পরিস্থিতিতে বইমেলার ভবিষ্যৎ কী হবে, মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে আজ তা ঠিক করা হবে।

গত বছর দেড় মাস পিছিয়ে আয়োজন করা হয়েছিল অমর একুশে গ্রন্থমেলা। করোনার কারণে ১৮ মার্চ মেলা শুরু হয়ে শেষও করা হয়েছিল নির্ধারিত সময়ের আগেই।

মেলায় মানুষের ভিড় কমাতে সে বছর সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিটি স্টলের সামনে ফাঁকা জায়গা রেখে তৈরি করা হয় প্রায় ১৫ লাখ বর্গফুটের বিশাল প্রাঙ্গণ।

গত বছর বইমেলা পিছিয়ে গেলেও এবার ফেব্রুয়ারির প্রথম দিন থেকে মেলা আয়োজনের জন্য এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলা একাডেমি।
স্বাস্থ্যবিধি বজায় রাখার সুবিধার্থে এবারো প্রতিটি স্টলের সামনে ফাঁকা রেখে মেলা প্রাঙ্গণ তৈরির কাজ চলছে।

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

Previous article

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর