খবরআন্তর্জাতিক

কুয়েত যেতে অস্ত্রোপচার করে আঙুলের ছাপ পরিবর্তন

0
কুয়েত যেতে অস্ত্রোপচার করে আঙুলের ছাপ পরিবর্তন

কুয়েতের ভিসা পেতে ইচ্ছুকদের অস্ত্রোপচার করে আঙুলের ছাপ পরিবর্তন করা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ।

ভারতীয় পুলিশের তরফ থেকে জানাও হয়েছে, গ্রেপ্তার হওয়া এ দুজন রাজস্থান ও কেরালায় আঙুলের ছাপ পরিবর্তনে অন্তত ১১টি অস্ত্রোপচার করেছেন। এর জন্য তাঁরা জনপ্রতি নিয়েছেন ২৫ হাজার টাকা করে। অপরাধকর্মের জন্য কুয়েত থেকে বিতাড়িত হওয়া প্রবাসীদের আবারও সে দেশে পাঠাতে অস্ত্রোপচারের মাধ্যমে আঙুলের ছাপ পরিবর্তনে কাজ করছিলেন ওই দুই ব্যক্তি। অস্ত্রোপচারে ব্যবহৃত চিকিৎসা উপকরণ এবং আরও কিছু আলামতও জব্দ করা হয়েছে।

জানা গেছে, গত সোমবার মালকাজগিরি অঞ্চলের বিশেষ অভিযান পরিচালনাকারী দল এবং ঘাটকেসার পুলিশ যৌথভাবে একটি অভিযান চালায়।

অভিযানে গ্রেপ্তার হন ওই চারজন। তাঁদের নাম গাজ্জালা কন্ডুগারি নাগা মুনেশ্বর রেড্ডি, সাগাবালা ভেঙ্কাত রামানা, বোভিলা শিব শঙ্কর রেড্ডি এবং রেন্ডলা রামা কৃষ্ণ রেড্ডি।

ওয়াইএসআর কাডাপা জেলার কৃষ্ণ ডায়াগনস্টিকস-এ রেডিওলজিস্ট ও এক্স-রে টেকনিশিয়ান হিসেবে নিযুক্ত আছেন গাজ্জালা কন্ডুগারি নাগা মুনেশ্বর রেড্ডি। তাঁর বয়স ৩৬ বছর। আর ৩৯ বছর বয়সী সাগাবালা ভেঙ্কাত রামানা তিরুপাথির ডিবিআর হাসপাতালের অ্যানেসথেশিয়াবিষয়ক টেকনিশিয়ান। ২৫ বছর বয়সী বোভিলা শিব শঙ্কর রেড্ডি এবং ৩৮ বছর বয়সী রেন্ডলা রামা কৃষ্ণ রেড্ডি কুয়েতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

হাসপাতাল, ক্লিনিকের সাইনবোর্ডে লাইসেন্স নম্বর যুক্ত করার নির্দেশ

Previous article

সোনা পাচারকারী চক্রের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাচারকারী নিহত

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর