উদ্যোক্তার গল্পদেশি উদ্যোক্তা

খাঁটি খাদ্য পণ্যের প্রতিশ্রুতি নিয়ে উদ্যোগ শুরু করেন সোহাগ ইসলাম

0
278352110 378584110810564 4641728826253404135 n

উদ্যোক্তা জার্নালের বিশেষ আয়োজন ‌‘উদ্যোক্তা গল্প’-র আজকের পর্বে, কথা হলো উদ্যোক্তা সোহাগ ইসলামের সঙ্গে। আজ শুনবো তার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প।

আমি সোহাগ ইসলাম। জন্ম এবং বেড়ে ওঠা রাজশাহীর বানেশ্বরে। চাকরীতে স্বাধীনতা ছিলো না বিধায় নিজে কিছু করা এবং অন্যদেরকেও সহযোগিতা করার উদ্যেশ্যে আমার উদ্যোগ শুরু করি।

কাজ করছি অর্গানিক খাদ্য পণ্য নিয়ে। যার মধ্যে রয়েছে আখের গুড়, খেজুরের গুড়, সরিষার তেল, মধু এবং আম। প্রাতিষ্ঠানিকভাবে চেষ্টা করি নিজে উপস্থিত থেকে পণ্যগুলো তৈরি করে ক্রেতার দোরগোড়ায় পৌঁছানোর।

275440963 455057083056365 6587627679756783455 n
অনেকের কাছে পর্যাপ্ত টাকা থাকা স্বত্বেও ভালো জিনিসটা পায়না, ভেজালের ভিরে সর্বোচ্চ ভালো পণ্য ক্রেতার হাতে তুলে দেওয়ার উদ্দেশ্য থেকেই খাদ্য পণ্য নিয়ে কাজ শুরু করা। শুরুর দিকে তেমন মুলধন এর প্রয়োজন পড়ে নি।

উদ্যোক্তা হওয়ার জন্য প্রবল ইচ্ছাশক্তি, ধৈর্য্য, সততা এবং ভালো মানের প্রোডাকশন সোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার প্রতিষ্ঠান এখনও খুব বড় হয়নি বিধায় পরিবারের সদস্যদের সাহায্য নিয়ে চালিয়ে যাচ্ছি। স্বাধীন প্রিয় এবং সকলকে নিয়ে হাসিখুশি ও ভালো থাকার জন্যই আমার উদ্যোক্তা জীবন বেছে নেওয়া।

আমার প্রতিষ্ঠানের নাম আলওয়ালী Alwaly। এটা আল্লাহ তাআলার গুণবাচক নাম, কেউ এই নাম টা উচ্চারণ করার ফলে যেনো সওয়াব পাই। সে আমার ক্রেতা হোক বা না হোক, এই উদ্যেশ্য থেকেই নাম টা সিলেক্ট করা।

278562572 517700933138572 1575338957093326022 n
অনলাইন প্ল্যাটফর্ম নারীদের জন্য উদ্যোক্তা হওয়া এবং কাজ করা অনেক সহজ করে দিয়েছে। পণ্য কিনতে গিয়ে বেশ কয়েকবার ঠকেছি কিন্তু সেই পণ্য গ্রাহকদেরকে দেয়নি। সেল মোটামুটি এখন পর্যন্ত। কোন গ্রাহক পণ্য নিয়ে এখনো অভিযোগ দেয়নি।

এখন পর্যন্ত কোনো সহোযোগিতার প্রয়োজন পড়ে নি। পণ্যের মান নিয়ে পেয়েছি গ্রাহকের হাসি মাখা প্রশংসা ও দোয়া। প্রাতিষ্ঠানিকভাবে সেবার পরিধি বৃদ্ধি করতে চাই। আগামী ৫ বছর পর অন্তত ১০ জনের জন্য যেনো কর্মসংস্থান সৃষ্টি করতে পারি এই প্রত্যাশা এবং সকলের দোয়া নিয়ে বাঁচতে চাই।

মোহাম্মদপুর শুরু হতে যাচ্ছে ৫ দিন ব্যাপী ঈদ মেলা

Previous article

পা ফোলা কিসের লক্ষণ

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *