রসুইঘর

খাবার থেকে পোড়া গন্ধ দূর করার সহজ উপায়

1
p2

রান্না করতে গিয়ে তাড়াহুড়োতে খাবার পুড়ে গিয়েছে? নতুন করে আবার রান্না করবেন, সেই সময়ও নেই। মুখে দিয়ে দেখলেন, খাবারের স্বাদ এবং গন্ধ এমন বিদঘুটে হয়েছে যে পানি ঢেলে, চিনি মিশিয়ে কোনোভাবেই তার স্বাদ পালটানো যাচ্ছে না।

পুরো রান্নাটা এ অবস্থায় ফেলে দেয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তবে আপনার বাড়িতে হাতের কাছেই এমন কিছু জিনিস আছে, যা ব্যবহার করে খুব সহজেই পোড়া গন্ধ বা পোড়া খাবারের তিতকুটে স্বাদ এক নিমেষে দূর করা যায়।

যেসব উপকরণ পোড়া খাবারে দিলে স্বাদ ফিরে আসতে পারে

১) রান্না করতে করতে যদি ওই পাত্রটির তলা ধরে যায়, তৎক্ষণাৎ পাত্রটি বদলে ফেলুন। পোড়া অংশটি খাবারের মধ্যে মিশে যাওয়ার আগে পাত্রটি বদলে ফেললে পোড়া গন্ধ বা তিতকুটে স্বাদ, কোনোটিই থাকবে না।

২) ভাজতে বা সেঁকতে গিয়ে কিছু পুড়ে গেলে, পোড়া অংশটি কেটে বাদ দিলেই সমস্যার সমাধান হয়ে যায়।

৩) খাবার থেকে পোড়া গন্ধ দূর করতে আলুর খোসা ছাড়িয়ে কেটে দিয়ে দিন। শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে আলুই তৎক্ষণাৎ এই গন্ধ শুষে নিতে পারে।

আরও পড়ুন: এই গরমে বানিয়ে ফেলুন ক্যারামেল ফ্র্যাপুচিনো

৪) রান্না করতে করতে কোনো খাবার পুড়ে গেলে অনেকেই তাতে লেবুর রস দিয়ে দেন। পোড়া খাবারে তিতকুটে স্বাদের ভারসাম্য রক্ষা করার অনেক পুরনো পদ্ধতি এটি।

৫) কালিয়া বা ঝাল জাতীয় কিছু পুড়ে গেলে তার মধ্যে মাখন, ঘন দুধ, দই, মালাই বা ক্রিম দিলে পোড়া গন্ধ কেটে যাবে।

৬) পোড়া খাবারের তিতকুটে ভাব কাটাতে, ক্র্যানবেরি বা মেপল সিরাপ দিতে পারেন।

৭) কী ধরনের খাবার, তা বুঝে পোড়া খাবারে দারচিনির গুঁড়ো মেশাতে পারেন। বিশেষ করে দুধ জাতীয় মিষ্টি খাবার ধরে গেলে দারচিনি পোড়া গন্ধ দূর করতে পারে।

বাংলাদেশের পতাকা হাতে মিউনিখ ম্যারাথনে শিব শংকর

Previous article

বাংলাদেশের সব থেকে বড় অ্যাস্ট্রোনমি উৎসবে অংশ নিচ্ছে ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী

Next article

You may also like

1 Comment

  1. […] আরও পড়ুনঃ খাবার থেকে পোড়া গন্ধ দূর করার সহজ উপা… […]

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *