আন্তর্জাতিকউদ্যোক্তার গল্পব্যবসা-বাণিজ্যশীর্ষ সংবাদ

গত ২৮ বছরেও এতো বাড়েনি জার্মানির মূল্যস্ফীতি

0
thumbs b c 1f8432e737032e48e69dd425f88ee009 685x350 1

গেলো বছরে বার্ষিক জার্মানির মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ১ শতাংশ। ১৯৯৩ সালের পর এটাই সর্বোচ্চে।

ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অফিসের তথ্যমতে, জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থার প্রতিবন্ধকতা মূল্যস্ফীতিতে প্রভাব ফেলেছে।

গত বছর ইউরোপের বৃহত্তম অর্থনীতির গড় মূল্যস্ফীতি দশমিক ৫ শতাংশ কম ছিল। তবে গত ডিসেম্বরে জার্মানিতে পণ্যের দাম ২০২০ সালের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

জ্বালানির দাম বাড়ায় ও সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টির ফলে দেশটির মূল্যস্ফীতির হারে ঊর্ধ্বগতি দেখা দেয়।

অর্থনীতিবিদদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরে মূল্যস্ফীতির হার তুঙ্গে থাকবে। এরপর আবারো কমবে এ হার।

এদিকে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির কারণে ২০২২ সালের শুরুর দিকে প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধি ভোক্তা পর্যন্ত পৌঁছবে না,
লিবনিজ ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চের বরাত দিয়ে জানিয়েছে ডিপিএ সংবাদমাধ্যম।

খসড়া দিতে না পারায় বিএসইসি-এর কাছে সময় চেয়েছে দুই স্টক এক্সচেঞ্জ

Previous article

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *