ফ্যাশনজীবনযাপন

গহনার যত্নাবলী: শান্তু হাসানাত

0
Cherry Blossom Watercolor Facebook Cover 16

যুগ যুগ ধরে নারীদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলতে গহনার জুড়ি মেলা ভার। কিন্তু গহনা পরলেই তো শুধু চলবে না, এর যত্ন সম্পর্কেও আমাদের জানতে হবে। আর আধুনিক যুগে সোনা বা রূপার গহনার পাশাপাশি অক্সিডাইজ, কাঠ, মেটাল সবধরনের গহনার ব্যবহার লক্ষ্য করা যায়। আর এই গহনার যত্নও কিন্তু ভিন্ন ভিন্ন ধরণের।

চলুন জেনে নেয়া যাক-

১. স্বর্ণের গহনাতে টুথপেস্ট লাগিয়ে কিছুক্ষণ রেখে ডিটারজেন্ট পানিতে ডুবিয়ে হালকাভাবে ব্রাশ করলে এর উজ্জ্বলতা বাড়ে।

২. রূপার গহনা সুন্দর রাখার জন্য ট্যালকম পাউডার দিয়ে সামান্য ঘষে নিলেই হয়।

৩. হীরার গহনা ব্যবহারের পর টুথপেস্ট দিয়ে ব্রাশ করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এরপর টিস্যু দিয়ে মুড়ে রাখতে হবে।

৪. মুক্তার গহনা খুব সেনসেটিভ হয়, তাই এক্ষেত্রে সবসময় কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। কারণ প্লাস্টিকের ব্যাগের ভিতর রাখলে এর উজ্জ্বলতা কমে যায়।

p5
৫. মেটালের গহনা যদি অনেকদিন ফেলে রাখা হয় তাহলে তাতে কালচে ভাব চলে আসে, এজন্য এটি লেবু দিয়ে ঘষে নিতে হবে পরার আগে। তাহলে চকচকে ভাবটা আবার চলে আসে।

৬. আবার কাঠ বা মেটালের গহনাগুলো সবসময় পরার পর, ঘাম বা বৃষ্টির পানি লাগলে ভালোভাবে মুছে তারপর টিস্যু বা নরম তুলার মধ্যে রাখলে অনেকদিন রঙ নষ্ট হয় না।

৭. কাঠ, অক্সিডাইজ বা মেটালের গহনাগুলোতে সাধারণত পারফিউম লাগলে এর উজ্জ্বলতা কমে যায়।

তবে সবসময় মনে রাখতে হবে সবধরনের গহনা এক জায়গায় না রেখে যদি ভিন্ন ভিন্ন বক্সে রাখা যায় তাহলে এর টেকসই বেশি হয়। আর যদি একটা গহনার জন্য একটা বক্স রাখা হয়, বিশেষ করে পাথর বসানো গহনাগুলো, তাহলে পাথর পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে।

আমাদের অনেক সময় গলার চেইন প্যাঁচ লেগে যায় খুলতে গিয়ে বা অনেকদিন ব্যবহার না করলে। এক্ষেত্রে কিন্তু পাউডার খুব উপকারী। চেইন এর মধ্যে সামান্য পাউডার লাগিয়ে ঘষলেই চেইনটা খুলে যায়।

এভাবেই আমরা আমাদের শখের গহনাগুলোর যত্ন নিবো যাতে করে পুরনো হয়ে যাওয়া গহনাগুলো আবার নতুনের মত চকচকে হয়ে উঠে।

প্রত্যাশার বাস্তবতা খুঁজে পেয়েছেন আরিফা সুলতানা

Previous article

১৭০ টাকা মজুরি মেনে বাগানে ফিরল চা শ্রমিকেরা

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *