উদ্যোক্তার গল্পদেশি উদ্যোক্তা

গাইবান্ধার প্রত্যন্ত গ্রামে ব্রডব্যান্ড সেবা দিচ্ছেন উদ্যোক্তা পিতা-পুত্র

2
গাইবান্ধার প্রত্যন্ত গ্রামে ব্রডব্যান্ড সেবা দিচ্ছেন উদ্যোক্তা পিতা-পুত্র

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ও বামনডাঙ্গা ইউনিয়নের গ্রামগুলোতে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দিচ্ছেন বাবা সাজেদুল ইসলাম ও ছেলে মুনতাসির মামুন।

শহরে ওয়াই-ফাই সংযোগের হটস্পট দেখা যায় বিভিন্ন পার্ক কিংবা জনসমাগম হয়, এমন জায়গায়। কিন্তু গ্রামে এ সুবিধার কথা অনেকের ভাবনার বাইরে। সাজেদুল ও তাঁর ছেলে সে কাজই করে দেখাচ্ছেন বামনডাঙ্গা, সর্বানন্দ ইউনিয়নের মোড়ে মোড়ে। তিন বা চার রাস্তার মোড়, চায়ের দোকান এবং জনসমাগম হয় এমন ২৫টি স্থানে হটস্পটের ব্যবস্থা রয়েছে। ব

সাজেদুল বলেন, ‘মোবাইল ফোন থেকে হটস্পট ব্যবহারকারী এখন ৫০৮ জন, যারা অনলাইনে ক্লাস করছে, বিভিন্ন টিউটরিয়াল দেখছে, নাটক-সিনেমা দেখছে, খবর শুনছে কিংবা ফেসবুক ব্যবহার করছে।’

গ্রামের হটস্পটগুলো থেকে গ্রাহকেরা তারহীন ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে পারেন। গ্রাহকদের জন্য বিভিন্ন প্যাকেজ তৈরি করেছেন বাবা-ছেলে। অভিনব ভাউচার কার্ড তৈরি করেছেন। ৩ দিনের আনলিমিটেড প্যাকেজের দাম ২০ টাকা, ৭ দিনের আনলিমিটেড প্যাকেজ ৬০ টাকা, ১৫ দিনের আনলিমিটেড প্যাকেজ ১০০ টাকা এবং ১ মাসের আনলিমিটেড প্যাকেজের দাম ২০০ টাকা।

আরও পড়ুনঃ লোকসানের দাবি বেসরকারি এয়ারলাইন্সগুলোর

হটস্পটের বাইরে দুই ইউনিয়নে বর্তমানে ১০০টি বাড়িতে ব্রডব্যান্ড সংযোগ ব্যবহৃত হচ্ছে। গ্রামের বাজারের ৫টি দোকানেও আছে ব্রডব্যান্ড সংযোগ। এই দোকানগুলো থেকে অনলাইনে বিভিন্ন ফরম পূরণ, পরীক্ষার ফলাফল ইত্যাদি সেবা দেওয়া হয়।

সাজেদুল ইসলাম বলেন, ‘প্রত্যন্ত গ্রামে মানুষের যেসব ডিজিটাল সেবা প্রয়োজন, সেগুলো দেওয়ার চেষ্টা করছি আমরা। বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হটস্পটের ব্যবস্থা করে দিয়েছি। যে ছেলেমেয়েদের বাড়িতে ইন্টারনেট সংযোগ নেওয়ার সামর্থ্য নেই, তারা কম খরচে এই হটস্পট ব্যবহার করতে পারছে।’

গ্রামে ব্রডব্যান্ড সংযোগ দিয়ে এখন প্রতি মাসে কমবেশি ৩০ হাজার টাকা আয় হয় এই পিতা-পুত্রের। এরই মধ্যে কয়েক কিলোমিটার ফাইবার অপটিক কেব্‌ল টেনেছে সফল টেলিকম। এই নেটওয়ার্কের বিস্তার দিন দিন বাড়ছে। ইন্টারনেট সংযোগ, নেটওয়ার্কিং, সার্ভার, রাউটার ইত্যাদি বিষয়ের কারিগরি জ্ঞান পেয়েছেন ইউটিউবে নানা ধরনের টিউটরিয়াল ভিডিও দেখে।

উন্নয়নশীল দেশগুলোকে বিনামূল্যে সার দিতে চায় রাশিয়া

Previous article

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

Next article

You may also like

2 Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *