খবর

গাজীপুর সাফারি পার্কে একটি সিংহীর মৃত্যু

0
images 2 3

গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আজ ০৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখ বেলা একটায়,  অসুস্থতার কারণে একটি আফ্রিকান সিংহীর মৃত্যু হয়েছে। সিংহীটির বয়স আনুমানিক এগারো বছর।

গত ১১আগস্ট ২০২১ তারিখে প্রথমে সিংহীটির অসুস্থতা শনাক্ত হয়। পেটের দিকে পানি জমে থলির মত অংশ ঝুলে থাকতে দেখা যায়। সিংহীটির শারীরিক অসুস্থতা শনাক্ত হওয়ার পর হতেই নিয়মিতভাবে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকার সাবেক কিউরেটর ডাঃ এবিএম শহীদ উল্ল্যাহ; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ভেটেরিনারী টিচিং হাসপাতালের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের পরিচালক প্রফেসর ডঃ মোঃ রফিকুল আলম এর পরামর্শ মোতাবেক  অত্র পার্কের ভেটেরিনারী অফিসার চিকিৎসা প্রদান অব্যাহত রাখেন।

এরপর, বিভিন্ন সময়ে সিংহীটির বাম পায়ে সমস্যা দেখা দেয়, মুখ দিয়ে রক্ত বের হয় এবং শ্বাসকষ্টজনিত লক্ষণ দেখা যায়।  সর্বশেষ, ০২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে আনুমানিক বিকাল ৪:১৫ ঘটিকার সময় সিংহীটি চার পা ঝাঁকুনি দিয়ে শায়িতভাবে কাঁপতে থাকে।

পার্কের ভেটেরিনারী সার্জন ডাঃ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চিকিৎসা প্রদান করেন। ০৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সকাল আনুমানিক ৭.৩০ ঘটিকার পর হতে পূর্বের ন্যায় শ্বাসকষ্ট হলে সিংহীটিকে পার্কের ভেটেরিনারী সার্জন চিকিৎসা প্রদান করেন। যথাবিধি চিকিৎসা প্রদানের পরেও আজ আনুমানিক বেলা ১ ঘটিকায় অসুস্থ সিংহীটিকে মৃত অবস্থায় শনাক্ত করা হয়।

বরিশাল শহরের জলাবদ্ধতা নিরসনে ৭টি খালের প্রকল্প নেয়া হচ্ছে:- পানি সম্পদ প্রতিমন্ত্রী

Previous article

‍‍দেশে দূর্যোগ হ্রাস পাচ্ছে:- ত্রাণ প্রতিমন্ত্রী

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর