জীবনযাপনফ্যাশন

গয়নার যত্ন কিভাবে নিবেন?

0
jwlrb

মহিলাদের কাছে গয়নার কদর অন্য যে কোনও কিছুর তুলনায় অনেকটাই বেশি। তবে শুধু গয়না কিনলেই হবে না, গয়নার যত্নও নিতে হবে।

একেক ধরনের গয়নার যত্ন একেক রকম। যদি সঠিক পন্থায় গয়নার যত্ন নেওয়া যায়, তবে আপনার মূল্যবান গয়না থাকবে সব সময় নতুনের মতো ঝকঝকে।

কিভাবে যত্ন নেবেন? রইল তারই উপায়-

১) পোশাকের সঙ্গে মানানসই গয়না না পরলে সাজটা ঠিক সম্পূর্ণ হয় না। কোনও শাড়ির সঙ্গে রুপার গয়না ভালো যায়, কিছু শাড়ির ক্ষেত্রে আবার সোনাই মানানসই। অনেকেই সোনা ও রুপার গয়না খুলে একই সঙ্গে রেখে দেন। এই ভুল কখনোই করবেন না। বিভিন্ন ধাতু একে অপরের সঙ্গে বিক্রিয়া করে আপনার সাধের অলঙ্কারের উজ্জ্বলতা নষ্ট করে দিতে পারে।

২) গয়না খোলার পর মসলিন কাপড়ে মুছে কিছুক্ষণ বাইরে রাখুন। তার পরেই বাক্সে তুলবেন। ঘাম সমেত গয়না বাক্সে তুলে রাখলে দাগ পড়তে পারে। গয়নার রং নষ্ট হয়ে যেতে পারে।

৩) গরম জায়গায় যে কোনও গয়না না রাখাই ভাল। অন্ধকার জায়গায় স্বাভাবিক তাপমাত্রায় গয়নাগুলি রাখুন। আলমারির ভিতর গয়না রাখতে পারলে খুব ভালো হয়। বাবল র্যাপে জড়িয়ে গয়না রাখুন। দাগ পড়বে না।

৪) খোলা জায়গায় রাখলে গয়না রাখলে খুব দ্রুত উজ্জ্বলতা হারাতে থাকে। তাই বছরে অন্তত দু’বার সোনা, রুপা কিংবা অন্য ধাতুর গয়না পরিষ্কার করতেই হবে।

৫) হিরার গয়নাগুলি আলাদা আলাদা বাক্সে তুলে রাখাই ভালো। একসঙ্গে রাখলে হিরার ঔজ্জ্বল্য কমে যায়।

৬) মুক্তার গয়না প্লাস্টিকের ব্যাগে ভুলেও রাখবেন না। কাঠের বাক্সে রাখুন।

মেকআপের সময় যে ভুলগুলো বাড়িয়ে দিবে ব্রনের সমস্যা

Previous article

কুকিজ নরম হয়ে গেলে কিভাবে কুড়মুড়ে হবে

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *