বিনোদন

চলচ্চিত্র দিবস পালিত

0
chlchto

গতকাল (০৩ মার্চ) ছিলো জাতীয় চলচ্চিত্র দিবস। ২০১২ সাল থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-বিএফডিসিতে দিনটি বিশেষভাবে পালিত হয়ে আসছে। এরপর থেকে প্রত্যেক বছরই চলচ্চিত্র দিবস ঘিরে এফডিসি রঙিন হয়ে ওঠে। তবে এ বছর দিনটি পড়েছে রমজানের মধ্যে। তাই স্বল্প পরিসরে দিনটি পালিত হয়েছে।

এদিন সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্যদিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। এরপর প্রশাসনিক ভবনের সামনে আনন্দর‌্যালির আয়োজন করা হয়। এছাড়া এফডিসির ভিআইপি প্রজেকশন হলে এ উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন পিএএ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। প্রতি বছরই এফডিসিতে স্মরণিকা প্রকাশ, লাইভ টকশো, লাল গালিচা সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুল নাচ, নাগরদোলা, বায়োস্কোপ ও সাংস্কৃতিক পরিবেশনা করা হয় চলচ্চিত্র দিবসে।

এছাড়া চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতিসহ ঢাকাই সিনেমার সব সংগঠন মিলে একসঙ্গে উদযাপন করে দিবসটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিও দিবসটি উদযাপন করে।

সেহরিতে ঝটপট বানিয়ে নিন তিন পদ

Previous article

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে এবারও মেয়েরা এগিয়ে

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *