উদ্যোক্তার গল্পদেশি উদ্যোক্তা

চীন থেকে নারীদের ইমপোর্টেড পণ্য নিয়ে কাজ করছেন জিনিয়া

1
ftre 2

উদ্যোক্তা জার্নালের বিশেষ আয়োজন ‌‘উদ্যোক্তা গল্প’-র আজকের পর্বে, নিজের উদ্যোগ নিয়ে কথা বলেছেন জিনিয়া রহমান। চলুন শুনি তার উদ্যোক্তা জীবনের গল্প।

আসসালামু আলাইকুম। আমি জিনিয়া রহমান। পেশায় একজন প্রাথমিক শিক্ষক। তার পাশাপাশি একজন অনলাইন উদ্যাক্তা।

আমার জন্ম ও বেড়ে ওঠা সবই ঢাকাতে। আমরা ৩ বোন। আমি এমন একটা পরিবারে বড় হয়েছি যেখানে ছেলে মেয়েদের কখোনো আলাদা করে দেখা হয় নি। যেকোনো ভালো কাজের জন্য পরিবারের কাছ থেকে সাপোর্ট পেয়েছি। সাইকেল চালানো, দাবা খেলা আরো কতো কি আব্বুর কাছ থেকে সেই ছোটবেলা থেকেই শিখেছি।

আমি চীন থেকে মেয়েদের জামা, জুতা ও ব্যাগ নিয়ে কাজ করছি। প্রি অর্ডার নিয়ে কাজ করে থাকি। আমার প্রতিষ্ঠানের নাম ক্লাউড গ্যালারিcvr 2শুরুতে শূণ্য মূলধন নিয়ে কাজ শুরু করি। যেহেতু প্রি অর্ডার নিয়ে থাকি, তাই ৬০% এডভান্স নিয়ে অর্ডার নেই।

আল্লাহর রহমতে শুরু থেকেই অনেক অর্ডার পেয়েছি। এমনকি আমার পরিবারের অনেকই অর্ডার করে থাকে আমার কাছে।

আমার আম্মু একজন শিক্ষক এবং একটি স্কুল পরিচালনা করে থাকেন। তার পাশাপাশি একজন উদ্যাক্তা। ঘরের তৈরি বিভিন্ন খাবার নিয়ে কাজ করছে। আমার এক ফুপুও একজন উদ্যাক্তা। আমার ২ ভাবি (কাজিন) উদ্যাক্তা। একজন তো ১৩ বছর ধরে কাজ করছে।

আরও পড়ুনঃ নিজের বিজনেসের পাশাপাশি উদ্যোক্তাদের পণ্যের মার্কেটিংয়ে কাজ করে যেতে চাই : রুখসানা বৃষ্টি

ছোট থেকে আমার ও কিছু একটা করার ইচ্ছে ছিলো। আমার পরিবার, হাজবেন্ড, শাশুরি আমাকে সাপোর্ট করে আলহামদুলিল্লাহ।

তবে অনেক ক্ষেত্রে দেখা যায় নারীরা কিছু করতে গেলে অনেকই বাঁকা চোখে দেখে, বাঁধা দেয়। পরিবার থেকে প্রথম বাঁধার মুখে পরতে হয়। তবুও নারীরা সকল বাঁধা পেরিয়ে উচ্চতর সাফল্য নিয়ে আসছে।

আমার স্বপ্ন বাংলাদেশে নিজেকে একজন সফল উদ্যাক্তা হিসেবে দেখা, সুনাম অর্জন করা। এখন প্রি অর্ডার নিয়ে কাজ করছি। ইচ্ছে আছে নিজে একটি শো-রুম প্রতিষ্ঠিত করবো।

উদ্যোক্তা জার্নাল/মাসুদুজ্জামান রাসেল

শীত কে বরণ করে নিতে উলের শাল নিয়ে প্রস্তুত আহর্সি

Previous article

নারী উদ্যোক্তাদের জন্য আমাদের দেশের সামাজিক অবস্থা এখন অনেক ভালো : রত্না

Next article

You may also like

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *