শীর্ষ সংবাদস্বাস্থ্য

চুল পড়া ‘লং কোভিড’-এর লক্ষণ!

0
লং কোভিড

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বব্যাপী লং কোভিডে-এ ভুগছেন ১৪৪ মিলিয়নেরও বেশি মানুষ।

প্রতিবদনে ডব্লিউএইচও বলছে, ২০২০-২০২১ সালের মধ্যে নতুন দীর্ঘ কোভিডের ক্ষেত্রে ৩০৭ শতাংশ বেড়েছে। যার মধ্যে পুরুষদের তুলনায় নারীদের সংখ্যা দ্বিগুণ।

স্বাস্থ্য পর্যবেক্ষকরা বলেছেন, দীর্ঘ কোভিডের কারণে দীর্ঘস্থায়ী ভোগান্তি মানসিক সুস্থতার উপর প্রভাব ফেলতে পারে। এসব লক্ষণে ভুগলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

বিজ্ঞাপন:  চুল পড়া রোধে ব্যবহার করুন প্রীতিলতা হেয়ার ওয়েল

বেশ কিছু গবেষণায় চুল পড়াকে দীর্ঘ কোভিডের সঙ্গে যুক্ত করা হয়েছে। সমীক্ষায় দেখা গেছে, এই অবস্থা কোভিড সংক্রমণের এক থেকে দুই মাস পরে ঘটে ও ৬০ শতাংশেরও বেশি লোক এই সমস্যার মধ্য দিয়ে গেছেন।

দীর্ঘ কোভিডের কারণে আরেকটি বড় জটিলতা হলো- কানের মধ্যে গুঞ্জন সংবেদনশীলতা। কোভিড সংক্রমণের পরে অনেকের আবার ত্বকের সমস্যাও দেখা যায়।

এছাড়া লং কোভিড অন্যান্য জটিলতাগুলো হলো- টাকাইকার্ডিয়া, হজম সংক্রান্ত সমস্যা, গভীর শিরা থ্রম্বোসিস ও পালমোনারি এমবোলিজম।

সারাদেশে একযোগে শুরু হলো এসএসসি পরীক্ষা

Previous article

বিদেশে রপ্তানি হচ্ছে নবদ্বীপ মল্লিক সজনেপাতার গুঁড়ো

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *