বিনোদন

চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন যারা

0
chnlm1

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘আইসিটি-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২১’। ২০২১ সালে ডিজিটাল প্ল্যাটফরমে মহামারিতেও প্রযুক্তি, বিনোদন, স্বাস্থ্য, আবহাওয়া ও কৃষিসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য নির্মাতা, অভিনয়শিল্পী এবং কলাকুশলীদের ২১ ক্যাটাগরিতে এই সম্মাননা দেয়া হয়।

আইসিটি ডিভিশনের পৃষ্ঠপোষকতা ও নিবেদনে এবার আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তার পক্ষে পদক গ্রহণ করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

চ্যানেল আই কার্যালয়ে ১১ই মার্চ সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গেল বছর অনলাইনে প্রকাশ হওয়া চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজ, মিউজিকসহ বিভিন্ন ভিডিও’র উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে জুরি বোর্ডের রায়ে নির্বাচিতদের হাতে এ পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আক্তার রেনি, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস গ্রুপের পরিচালনা পর্ষদ সদস্য জহির উদ্দিন মাহমুদ মামুন, কুকিত মজুমদার বাবু, বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা, নাট্যজন আতাউর রহমান, দিলারা জামান, সংগীত ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ারসহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে সদ্যপ্রয়াত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পী লাহিড়ীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন যারা: শ্রেষ্ঠ চলচ্চিত্র (ওয়েব) খাঁচার ভিতর অচিন পাখি, শ্রেষ্ঠ পরিচালক (ওয়েব ফিল্ম) মিজানুর রহমান আরিয়ান (নেটওয়ার্কের বাইরে), শ্রেষ্ঠ অভিনেতা (ওয়েব ফিল্ম) ফজলুর রহমান বাবু (খাচার ভিতর অচিন পাখি), শ্রেষ্ঠ অভিনেত্রী (ওয়েব ফিল্ম) তমা মির্জা (খাঁচার ভিতর অচিন পাখি), শ্রেষ্ঠ নাট্যকার মারুফ হোসেন সজীব (বিলোপ), শ্রেষ্ঠ নাট্য পরিচালক ভিকি জাহেদ (পূনর্জন্ম), শ্রেষ্ঠ নাট্য অভিনেতা আফরান নিশো (বিলোপ), শ্রেষ্ঠ নাট্য অভিনেত্রী মেহজাবিন (পূনর্জন্ম), শ্রেষ্ঠ ওয়েব সিরিজ উনলৌকিক (দ্বিখণ্ডিত পর্ব), শ্রেষ্ঠ পরিচালক (ওয়েব সিরিজ) আশফাক নিপুণ (মহানগর), শ্রেষ্ঠ অভিনেতা ইন্তেখাব দিনার (উনলৌকিক, দ্বিখণ্ডিত), শ্রেষ্ঠ অভিনেত্রী (ওয়েব সিরিজ) তাসনিয়া ফারিণ (লেডিস এন্ড জেন্টেলম্যান); শ্রেষ্ঠ মিউজিক ভিডিও ‘রাত জাগা পাখি’, শ্রেষ্ঠ রাইজিং স্টার (পুরুষ) মোস্তফা মনোয়ার, বেস্ট রাইজিং স্টার (নারী) তাসনিয়া ফারিন, বেস্ট ইউটিউব কনটেন্ট ‘এটাই আসল ঢাকা’।

বেস্ট ফেসবুক কন্টেন্ট ‘কুত্তা বলো কেন? টাইসন বলো’, এডু টেইনমেন্ট ‘ফটোগ্রাফি কম্পোজিশন ফর বিগিনার্স’ অ্যাওয়ার্ড পায়। হেলথ টেক ক্যাটাগরিতে সরাসরি অ্যাওয়ার্ড দেয়া হয় টটিসেলকে। এছাড়া কৃষি আবহাওয়া অধিদপ্তরকে ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে।

নাকফুল উপহার দিলেন পরীমনি

Previous article

আরচারি দল ঢাকা ছাড়ছে রবিবার

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *